কবিতা
নিঃসঙ্গ নাইজেল
সাবিনা পারভীন লীনা
পুবাকাশ
তন্দ্রাহত রাতের শেষে
ক্লান্ত চোখের পাতায়
ভীড় করেছিল স্বপ্নঘোরে
আরেকবার জন্মের লোভ
তখনো ভাবিনি এই কোলাহলে
কেবলই পাথরের চোখ
উদ্যানে মরু ক্যাকটাস
বাতাসে নাচে ছায়া মহামারী
তখনো ভাবিনি মায়ার বিভ্রমে
আরশি শূন্য কায়ায়
উত্তরহীন প্রশ্ন খুঁজে খুঁজে
ফিরে যাবে নিঃসঙ্গ নাইজেল
সাবিনা পারভীন লীনা : কবি ও কথাশিল্পী।