মুসা হাসবেন
নাসির উদ্দিন আহমদ
পুবাকাশ
যেকোনো বিপন্ন মানচিত্রে আমরা আছি ভয় নেই যেকোনো কলিজায় কাঁপন ধরাতে আমরাও পারঙ্গম আমাদের রক্তকণিকা থেকেই জন্ম নিবে ট্রিলিয়ন বজ্র বারূদ কবিতা হবে বোমা শব্দ হবে মিসাইল মোনাজাতের পয়গাম পেয়ে নেমে আসবে জিব্রাইল কান্না থেকে উৎক্ষিপ্ত হবে লক্ষ গোলা আর শয়তানের জুব্বা থেকে খসে পড়বে পশ্চিমা অন্ধকার আর জেনে রেখো এ অবরোধেই ফিরবে মান্না সালওয়া পাথর ফুঁড়ে উৎক্ষিপ্ত হবে নহর সামনে বোমা পেছনে ফারাও ভয় নেই এখনই খুলে যাবে গাজায় রামাল্লায় দ্বাদশ পথ মুসা হাসবেন হেসে উঠবেন হারুন আর আবাবিল এসে মিশিয়ে দেবে ট্যাংকের গর্জন বিধ্বস্ত ইট পাথরের ভিতর থেকে গর্জে উঠবে ইন্তিফাদা!
চমৎকার কবিতা। ফিলিস্তিন নিয়ে লেখা কবিতাগুলোর মধ্যে এটি অন্যতম। ধন্যবাদ, কবিকে।