প্রতিবাদী কবিতা
সিআরবি আমার প্রেয়সী
আবু মুসা চৌধুরী।। পুবাকাশ
(ইব্রাহিম হোসেন চৌধুরী, শ্রদ্ধাভাজনেষু)
একটি দোয়েল ডানা ঝাপটায়
একটি শালিক কাঁদে,
একটি টিয়ে মূক বেদনায়
বুকে পাথর বাঁধে।
বেজির ছানা, ছুটতে মানা
বাসায় কাঁপে ভয়ে,
অশ্রুধারা নামছে তাদের
অবুঝ চক্ষুদ্বয়ে।
এ গাছ-গাছালি সবুজ শোভা-
ধ্বংস করে দেবে,
পশু-পাখির শান্তি-পরশ
ওরা কেড়ে নেবে।
নওল প্রাণে শিরীষ শোভা-
প্রেমের প্রাণে মনোলোভা ;
তরুণীটার চোখের আলোয়
এক তরুণের স্বপ্ন আছে জমা,
কাড়বে যারা তাদেরকে নয়
একবিন্দু ছাড় কিংবা ক্ষমা।
মানুষরূপী দানব ওরা,
এবং অপমানব ওরা-
এসো, ওদের কবর খুঁড়ি,
সিআরবিতে হাত রেখে হাত
প্রেয়সীকে নিয়ে ঘুরি।।
আবু মুসা চৌধুরী : আশিদশকের কবি-অনুবাদক-সাংবাদিক।