কবিতা
বাপের স্মৃতি ।। সৈয়দ আহমদ শামীম।। পুবাকাশ
ও পারের আভাসগুলো এক আবছায়া পর্দার পিছে দেখা দিলে
আব্বার চোখ দুটো অব্যাখ্যা অনুভূতি আর অনির্বচন শব্দে থির হতে গিয়ে, দেখতাম সম্মতি দিয়ে তিনি আপনার সংসারেই ফিরে আসতে চাইতেন
আমি তাকে সহায়তা দিতাম, ফিরে আসো বাপ
পরপার আজো ঢের দূর পরিমাপ
বটে দূর! যবে সম্মিলিত মানবমণ্ডল এক সমতল প্রান্তরে দাঁড়িয়ে দেমাগনিঃস্ব হয়ে ইয়ানফস.. আর অকুল নৈরাশ জলে আসে যদি নবী মুহাম্মদ দ.’র আশার ভাসান – ঢের দূর
তুমি বাপ আরও অধিক কাল চেয়ে দেখ রচিত সংসার
পার্থিব বাগিচায় রোপিত পুষ্প ধাম তাদের সুবাসস্নেহ আরও কিছু কাল থাকো হেথা কৃতজ্ঞতাসহ
আহা! সেসব আভাস তিনি অতি অতি নৈকট্য পেলে আর আর ডাকিনি দুনিয়ায়
বলেছি, বাপ! আমিও গুনাগার তবুও হে বাপ
যতই যা কিছু হোক
ঈমান হারানো যাবে না
দুর্বল শরীর শীর্ষ মাথাটারে প্রাণপণে নেড়ে নেড়ে
সুস্পষ্টরূপ করে ‘ না না না না… ‘
এর পর দুয়েকটা আহ্নিকগতির শেষে তিনি পরলোকে বারযাখে শেষ বিচার দিবস যাত্রা করেছিলেন
সৈয়দ আহমদ শামীম : নব্বই দশকের অন্যতম কবি।