চীনের কথা কিংবা কবিতা: আলমগীর মোহাম্মদ অনূদিত

১.শান্ত রজনীর চিন্তা

আমার বিছানায় পূর্ণিমার আলো জ্বলছে
মাঠের উপর তুষারপাতের মতো।
পর্বতসম চাঁদের দিকে তাকাই,
নিচের দিকে তাকাই আর ঘরের কথা ভাবি।

লি বাই

২.কতটুকু চোখের জল?

আমার গাল বেয়ে কতটুকু জল গড়িয়ে পড়ল।

কান্নার সময় আমি মনের কথা বলিনা,

দয়া করে ফিনিক্স বাজাইয়ো না যখন আমি কাঁদি,

নিঃসন্দেহে আমার মন অনেক খারাপ এখন।

লি য়্যুউ

৩.হারানোর শোক

সতের বছর আগে আমাদের বিয়ে হয়েছিল ।
এখনো তোমার সাথে থাকার কত সময় বাকি। কিভাবে তোমাকে চিরতরে হারাই বলো!

ইতোমধ্যে, কপালের দু’পাশের অনেক চুল পেকে গেছে, শরীর আর বাঁচবে কদিন বলো ?

শেষে আমরা একই সমাধিতে শুবো; যেহেতু এখনো দেহে প্রাণ আছে, আমি না কেঁদে পারছি না।

মেই ইয়াউচেন

৪.বসন্ত বাতাসের উষ্ণতায়

আগামীকাল থেকে, আমি হব চিন্তামুক্ত ও সুখী
আমার ঘোড়াকে খাওয়াব, জ্বালানি কাঠ
কাটব, দুনিয়া ঘুরে দেখব

আগামীকাল থেকে, আমার লাগবে শুধু
অল্প ভাত ও কিছু সবজি
নদীর ধারে আমার ঘরে, উষ্ণতায়
বসন্ত বাতাসের।

হাইজি

আলমগীর মোহাম্মদ: প্রভাষক, ইংরেজি বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ সায়েন্স এন্ড টেকনোলজি।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন