একগুচ্ছ অনূদিত গজল ।।  আলাউদ্দিন কবির।।  পুবাকাশ

উপমহাদেশের বিখ্যাত সংগীতগুরু ওস্তাদ গোলাম আলীর গাওয়া একগুচ্ছ গজলের অনুবাদ। 

এক.
”চুপকে চুপকে রাতও দিন আঁসু বাহানা ইয়াদ হ্যায়..”
মূল লিরিক : হাসরাত মোহানী (১৮৭৫-১৯৫১ইং)

চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
হঠাৎ করেই আমার সেই পর্দার কোণা তুলে নেয়া
হঠাৎ করেই আমার সেই পর্দার কোণা তুলে নেয়া
আর ওড়না দিয়ে তোমার সেই মুখ লুকানো আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
মুখ ফিরিয়ে শুনে যাওয়া হৃদয়-ব্যথার সাতকাহন
মুখ ফিরিয়ে শুনে যাওয়া হৃদয়-ব্যথার সাতকাহন
তোমার হাতের সেই চুড়ি ঘোরানো আছে মনে
তোমার হাতের সেই চুড়ি ঘোরানো আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
বিদায়ের কালে ‘আলবিদা’ শব্দটুকুন বলতে গিয়ে
বিদায়ের কালে ‘আলবিদা’ শব্দটুকুন বলতে গিয়ে
তোমার সেই শুষ্ক দুটি ঠোঁটের কাঁপন আছে মনে
তোমার সেই শুষ্ক দুটি ঠোঁটের কাঁপন আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
এসে যায় যদি মিলনের রাতে কোথাও বিরহ-কথা
এসে যায় যদি মিলনের রাতে কোথাও বিরহ-কথা
তোমার সেই কেঁদে কেঁদেও আমায় কাঁদানো আছে মনে
তোমার সেই কেঁদে কেঁদেও আমায় কাঁদানো আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
দুপুরের প্রখর রোদে আমার ডাক শোনার আশায়
দুপুরের প্রখর রোদে আমার ডাক শোনার আশায়
তোমার সেই খালি পায়ে ছাদে এসে যাওয়া আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
হাজারো প্রতিকূলতায় শত সহস্র আকর্ষণ নিয়ে
হাজারো প্রতিকূলতায় শত সহস্র আকর্ষণ নিয়ে
তোমার সাথে সেই প্রথম প্রথম প্রেমে পড়া আছে মনে
আজো আমার ভালোবাসার সেই দিনগুলো আছে মনে
চুপি চুপি রাত ও দিনের কান্না আজো আছে মনে…
১৯-০৮-‘১৪ইং

দুই.
‘ইয়ে দিল্ ইয়ে পাগল দিল্ ম্যারা….
মূল লিরিক : মুহসিন নকভি (১৯৪৭-১৯৯৬ইং)

আমার মন… পাগল মন আমার….
বড়ো বিশ্বস্ততায়…. দুনিয়া ধোঁকা দেয়
বড়ো বিশ্বস্ততায়…. দুনিয়া ধোঁকা দেয়
খুব বেশি নিষ্ঠায়…  বিশ্বাস করি আমরা…!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার….
গতরাত আমায়, অদৃশ্যের আওয়াজে চমকে দিলো
গতরাত আমায়, অদৃশ্যের আওয়াজে চমকে দিলো
বললাম আমি, কে গো তুমি?
বললাম আমি, কে গো তুমি? বললো সে, উদাসীভাব..!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার….
শুধু তুমি আমার, শতো বছর ধরেই, সঙ্গী-জ্ঞাতা
শুধু তুমি আমার, শতো বছর ধরেই,সঙ্গী-জ্ঞাতা
শুধু আমি যে,নামটি তোমার… শুধু আমি যে, নামটি তোমার
শুধু আমি যে, নামটি তোমার, জানিই না… উদাসীভাব..!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্? উদাসীভাব…!
উদাসীভাব…! উদাসীভাব…!
ব্যথায় গাঁথা এই, একলা সময়, মরুভূমির এই, কঠিন সফর
ব্যথায় গাঁথা এই, একলা সময়, মরুভূমির এই, কঠিন সফর
আমি তো ক্লান্ত ভীষণ, আমি তো ক্লান্ত ভীষণ,
আমি তো ক্লান্ত ভীষণ, অমনিই শুনলাম… উদাসীভাব..!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার….
এক অচেনাজন, তন্দ্রাতে যখন, জানতে চাইলো, কী দুঃখ-কারণ?
এক অচেনাজন, তন্দ্রাতে যখন, জানতে চাইলো, কী দুঃখ-কারণ?
মরুভূমির ভেজা বালুর ওপর,
মরুভূমির ভেজা বালুর ওপর, লিখলাম আমি… উদাসীভাব..!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার….
এই এখন ওই, মরুময় রাতের, সকল কিছুই,ঘুমিয়ে যায়
এই এখন ওই, মরুময় রাতের, সকল কিছুই, ঘুমিয়ে যায়
এখন জাগতে, হবে আমায়,
এখন জাগতে, হবে আমায়, এখন বল্ না, উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্ ? উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার….
গতকাল নিশিতে, স্বপ্নে দেখলাম আমি, হঠাৎ শশী
গতকাল নিশিতে, স্বপ্নে দেখলাম আমি, হঠাৎ শশী
দয়াল আমার, হবে সহায়
দয়াল আমার, হবে সহায়, হয়তো সদা…উদাসীভাব..!
আমার মন, পাগল মন আমার,
কেনো পেলো দুখ্? কেনো পেলো দুখ্,  উদাসীভাব…!
এই মরুতে, ছিলো যে শহর…
এই মরুতে, ছিলো যে শহর, তার হলো কী? উদাসীভাব…!
আমার মন, পাগল মন আমার, কেনো পেলো দুখ্? উদাসীভাব…! উদাসীভাব…! উদাসীভাব…..
অনুবাদকাল
২৩-০৯-‘১৫ইং

তিন.
‘দিল্ মে এক লেহের সি উঠি হ্যা আভি…’
মূল লিরিক : নাসির কাযমি (১৯২৫-১৯৭২ইং)

বুকের বীণায় ওঠলো এক সুরলহরী…
বুকের বীণায় ওঠলো এক সুরলহরী… এই এখনি
বুকের বীণায় ওঠলো এক সুরলহরী… এই এখনি
যেনো, বয়ে গেলো কোনো নির্মল হাওয়া… এই এখনি….
মনের ঘরে শুধু শোরগোল এই
মনের ঘরে শুধু শোরগোল এই
দেয়াল থেকে পড়ে গেলো কেউ…এই এখনি
দেয়াল থেকে পড়ে গেলো কেউ…এই এখনি
যেনো, বয়ে গেলো কোনো নির্মল হাওয়া… এই এখনি
বুকের বীণায় ওঠলো এক সুরলহরী… এই এখনি…
কিছুটা তো বদ মেজাজী আমিও
কিছুটা তো বদ মেজাজী আমিও
আর এ আঘাতও নতুন এখনো
আর এ আঘাতও নতুন এখনো…
যেনো, বয়ে গেলো কোনো নির্মল হাওয়া… এই এখনি
বুকের বীণায় ওঠলো এক সুরলহরী… এই এখনি…
স্মৃতির বিরান দ্বীপপুঞ্জ থেকে
স্মৃতির বিরান দ্বীপপুঞ্জ থেকে
তোমার আওয়াজ আসছে আজো
তোমার আওয়াজ আসছে আজো…
যেনো,বয়ে গেলো কোনো নির্মল হাওয়া… এই এখনি
বুকের বীণায় ওঠলো এক সুরলহরী… এই এখনি…
শহরের বাতিহীন অলিগলিতে
শহরের বাতিহীন অলিগলিতে
জীবন খুঁজছে তোমায়… এখনো
জীবন খুঁজছে তোমায়… এখনো
যেনো,বয়ে গেলো কোনো নির্মল হাওয়া… এই এখনি
বুকের বীণায় ওঠলো এক সুরলহরী… এই এখনি…
অনুবাদকাল
১৯-০৯-‘১৫ইং

চার.
”আপনি ধুন মে রেহতা হুঁ…”
মূল লিরিক : নাসির কাযমি (১৯২৫-১৯৭২ইং)

নিজের ধ্যানেই থাকি আমি…
নিজের ধ্যানেই থাকি আমি,নিজের ধ্যানেই থাকি আমি
আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি,নিজের ধ্যানেই থাকি আমি
আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি…
শোনো গো  গত বসন্তের সাথী, শোনো গো গত বসন্তের সাথী
এ বছর আমি একাই আছি…
নিজের ধ্যানেই থাকি আমি; আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি…
নিজের ধ্যানেই থাকি আমি; আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি…
তোমার ও পথে সারাটা দিন,তোমার ও পথে সারাটা দিন, সারাটা দিন
তোমার ও পথে সারাটা দিন,তোমার ও পথে সারাটা দিন
কষ্টের পাথর চুমি আমি…
নিজের ধ্যানেই থাকি আমি; আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি; আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি…
আগামি বসন্ত কাঁদাবে আমায়, কাঁদাবে, আগামি বসন্ত কাঁদাবে আমায়
আগামি বসন্ত কাঁদাবে আমায়, আগামি বসন্ত কাঁদাবে আমায়
গত বসন্তের সাক্ষাত আমি…
নিজের ধ্যানেই থাকি আমি;  আগামি বসন্ত কাঁদাবে আমায়
আগামি বসন্ত কাঁদাবে আমায়,আগামি বসন্ত কাঁদাবে আমায়
গত বসন্তের সাক্ষাত আমি…
নিজের ধ্যানেই থাকি আমি; আমিও আজ তোমার মতোই
নিজের ধ্যানেই থাকি আমি…
চব্বিশ আগস্ট ‘১৪ইং

পাঁচ.
”তুমহারে খত মে নয়া এক সালাম কিস কা থা?
মূল লিরিক : দাগ দেহলভি (১৮৩১-১৯০৫ইং)

তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো…
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
কোন প্রেমিক না হলে ওই নামটা কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
হৃদয়ে রইলো না আর সেই সুখ অথবা বেদনা
হৃদয়ে রইলো না আর সেই সুখ অথবা বেদনা
অধিবাসী কে হলো আর জায়গাটা কার ছিলো?
অধিবাসী কে হলো আর জায়গাটা কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
ভালোবেসে যাবো,কথা রাখবো,কথা শুনবো
ভালোবেসে যাবো,কথা রাখবো,কথা শুনবো
তোমার কি কিছুটাও মনে আছে,এ কথাগুলো কার ছিলো?
তোমার কি কিছুটাও মনে আছে,এ কথাগুলো কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
কোন প্রেমিক না হলে ওই নামটা কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
সে সময় তো চলে গেছে,এখন কাকেই বা বলবো
সে সময় তো চলে গেছে,এখন কাকেই বা বলবো…
সকাল-সন্ধায় আমার হৃদয়ের কামনা কে ছিলো?
সকাল-সন্ধায় আমার হৃদয়ের কামনা কে ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
কোন প্রেমিক না হলে ওই নামটা কার ছিলো?
তোমার চিঠিতে নতুন সালামটি কার ছিলো?
১৯-০৮-‘১৪ইং

ছয়.

‘হাম তেরে শহর মে আয়ে হে মুসাফির কি তারহা..”

মূল লিরিক : কায়সারুল জাফরি (১৯২৬-২০০৫ইং)

আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো…
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
শুধু একবার সাক্ষাতের সুযোগ দাও প্রিয়…
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো!!
কোথায় আমার গন্তব্য,কোথায় আমার ঠিকানা
কোথায় আমার গন্তব্য,কোথায় আমার ঠিকানা
ভোর তক তোমার সাথে থেকে কোথায় আমার যাওয়া
ভাববার জন্য কেবল একটি রাত সুযোগ দাও প্রিয়…
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো!!
নিজের চোখে লুকিয়ে রেখেছি আমি জেগে থাকা
নিজের চোখে লুকিয়ে রেখেছি আমি জেগে থাকা
নিজের চোখের পাতায় সাজিয়ে রেখেছি অশ্রুমালা
আমার চোখদেরও কান্নার সুযোগ করে দাও প্রিয়…
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো!!
আজ এই রাতে আমার প্রেমের ব্যথা শুনে নাও
আজ এই রাতে আমার প্রেমের ব্যথা শুনে নাও
কম্পমান ঠোঁটদুটির অনুযোগগুলো  শুনে নাও
আজ ইচ্ছেগুলো খুলে বলার সুযোগ দাও প্রিয়…
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো!!
ভুলে যদি যাবে তবে সম্মতি কেনো দিয়েছিলে
ভুলে যদি যাবে তবে সম্মতি কেনো দিয়েছিলে
ছলনাময়ী,তুমি আমায় কেনো ভালোবেসেছিলে
শুধু দু-একটি প্রশ্ন করার সুযোগ দাও প্রিয়…
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো
আমি তোমার শহরে এসেছি মুসাফিরের মতো!!
১৮-০৮-‘১৪ইং

আলাউদ্দিন কবির : তরুণ কবি ও অনুবাদক।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন