কবিতা
রক্তজবা
শান্ত মুসাফির
পুবাকাশ
অসঙ্গতি ও অস্থিরতার মাঝে
কত অপ্রিতিকর ঘটনা ঘটে।
চারদিক অসামাজিকতা, অরাজকতা
খুন, ধর্ষণ, বোমাতঙ্ক, লুটপাট।
মানুষগুলো কেমন যেন হয়ে যায়;
বিবেকহীন কঙ্কালসাড় মানুষগুলোয় ভরে গেছে,
সুস্থ স্বাভাবিক মানুষগুলোর কোথাও যেন ঠাঁই নেই।
তবু কি আমরা বেঁচে নেই, অবনি?
তুমি ভীত কেন আজ ভীতময় বিশ্বে?
অবনি, আমি আছি তোমার পাশে।
তুমি নিশ্চিন্তে আমার হাত ধরে
চোখ মেলে দেখো,
আজও ভোরে নি:শব্দে ফোঁটে রক্তজবা।
শান্ত মুসাফির: কবি। পেশাগত জীবনে রাসায়নিক প্রকৌশলী। বর্তমানে বহুজাতিক কোম্পানি কাফকো তে কর্মরত।