নৈরিৎ ইমু’র তিনটি কবিতা


দূর গানমহল

বোলো বোম্ , বোলো বোম্

চোখ দু’টো জবাফুল
ঠোঁটে নিয়ে নামজপ
শিব, শিব, কী নিঝুম—
শালপাতা কাঁপতেছে
ফলে, বোধে আসতেছে
বাতাস তুমুল।

বোলো বোম্, বোলো বোম্

চেনা বৃক্ষের ডালে ফোটা ফুল
দোল খায়, ঝরে পড়ে হয় ছারখার
একজোড়া খড়মের তরে, যেনো—
হুকুমত, অকাতরে লাল
সেই ফুল সিঁদুর সমান।

বোলো বোম্, বোলো বোম্

মুহূর্ত ভঙুর, ভ্রম নাই
নাই ভ্রান্তির কোনো ছাপ
তবু ঘোর জাগতেছে
আর ক্রমে কাটতেছে
মনের সুড়ঙ্গজুড়ে— আর্দ্র গন্ধ তার
আহা উড়তেছে রূহ, শালতরু মর্মর ফেলে
দূর গানমহল।

প্রাণায়াম

বিবিধ জলসার পরিশেষে, হিম তবে অগ্ন্যুৎপাতের পূর্বলক্ষণ। শৌর্য কী দিয়েছে যতোখানি দিয়েছে ঈর্ষা? ওই শঠতা ভরপুর উত্তম হাসির পাশে বন্ধুর প্রতিকৃতি মনে পড়ে, তাই হাঙরকে ভালোবেসে ফেলি। নরম ছুরির দাঁত ঘষে কর্তন আনন্দ পাবো অস্থিমজ্জায়। ছুটন্ত ফুলকি ও উড়ন্ত হল্কার মাঝে, দুর্মদ খেয়ালে— কে এমন আছে যার পদধূলিতে কপাল রাখতে পারি?

সত্য সর্বজ্ঞান

সম্মুখে আছে শান্ত সরোবর
যেনো তন্ত্র-সাধক অধীর একাগ্রতা
সেমতো গিরি-উপগিরি দিয়ে ঘেরা

পশ্চাতে পথ, ইট-সুরকির গুঁড়া
প্রাচীন সিঁড়ি— ভেঙে ভেঙে পড়ে সদা
সিঁড়ি শেষে এক টুটা মন্দির, দেবতাবিহীন একা

জীর্ণতা রুখে চাপালিশ গাছ সেথা
মৃত কুমিরের চামড়া জড়ানো ডাল
দৃশ্যত গাছ, উন্নতি নয়— চিন্তার উচ্চতা

পোঁতা খুটিতে লালসালু বেঁধে রাখা
ছিন্নভিন্ন, বাতাসের সাথে বিস্তারিত কথা
স্থিতি সত্য, খাপ সত্য, সত্য পিধানে মোড়া!


নৈরিৎ ইমু : তরুণ কবি ও কথাকার। 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন