কবিতা


সমাপ্তি ।। অরণ্য রহমান।।পুবাকাশ 


তোমার যাবার সময় হলে  এ শহর এ প্রান্তর হয়ে যায়
নিঃশব্দ বেদনার নীল উপখ্যান ৷
সব কথা হয়ে যায় কথার কথা
বৃক্ষরা পাতা ঝরায় নিশ্চুপ রোদনে  
নীল ক্যানভাসে জলরঙে স্বপ্ন আঁকে আকাশ,
 
তোমার যাবার বেলায় কান্না ভাসে ইথারে
অবিশ্বাসে ন্যুব্জ  হয় রঙীন খামের চিঠি
বেদনার স্বরলিপি বেজে ওঠে শখের তানপুরায়
রাতের পাখি কেঁদে ফেরে বিজনে
দুঃস্বপ্নে হঠাৎ কেপে উঠে চোখের পাতা ৷


 
তোমার যাই যাই করা ব্যর্থ কাপন তুলে হৃদয় গহীনে
গাঙ চিল উড়ে উড়ে হয় দুঃখ অনুব্রতা ৷
ভুল হয় নির্বিঘ্নে বয়ে চলা  চিরচেনা পথ
সারাটা সন্ধ্যা-বিকেল জুড়ে বেদনার গল্প নামে  উঠোনে ৷
ভোরের বাতাস পর্দা নেড়ে হুহু করে নেমে গিয়ে ঢেউ তুলে জলে ৷ 
তোমার চলে যাওয়ায় ভিজে যায় রাতের একাকী প্রহর
অপমৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে  জেলখানার দেয়াল
বিষাদে  বেঁচে থাকা হয় প্যারোলে মুক্তি পাওয়ার মতো
তোমার চলে যাওয়া হয়ে যায় অবশেষে
কিছু ভুল কিছু মিথ্যের সমাপ্তি ৷


অরণ্য রহমান : তরুণ কবি।
 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন