কবিতা
ক্রমশ জীবন।। নাসিমা হক মুক্তা।। পুবাকাশ
ছুঁয়ে দিলে জেগে ওঠে
একগুচ্ছ তরতাজা রেশম বোলতা সুখ ;
ওষ্ঠপুটে ছড়িয়ে পড়ে
নিমগ্ন চাদর ঢাকা আঁধারের উজ্জ্বলতা
শরীরের সমস্ত কোষে তার জাল আমর্ম জড়িয়ে
উন্মুখ বৈঠা বয়ে চলে আলোর পথে।
তারপর!
জীবন ধারায় সুখের মানসাঙ্ক ফোটে ফোটে
সৌরভ ছড়িয়ে যায় – ঈশ্বর অংকে
তখন জল ও আগুন পুড়ে
সম্ভ্রান্ত হয়ে ওঠে মানুষের ভেতর মানুষে।
ঐ সময় প্রত্যকটি প্রাণঘরে বাজতে থাকে
প্রাণসঞ্চার –
ক্রমশ জীবন বাড়তে থাকে জারকরসে…
নাসিমা হক মুক্তা: তরুণ কবি।