পুড়ে যাক মন।। আরিফুল হাসান

প্রেমের আগুন লেগে পুড়ে যাক মন
মনের আগুনে পুড়ুক আমাজন বন
তাবৎ বিষের নিশি পুড়ে যাক চাঁদে
মাতালের মোহ পুড়ুক গালিবের মদে

রৌদ্রের আলো লেগে দিন পুড়ে যাক
পুড়ে পুড়ে বসুমতী হয়ে যাক খাক
তামার জমিনে পুড়ুক পাপীর হৃদয়
পুড়ে যাক মুখোশ আর সব অভিনয়

তৃষ্ণার ঘানি টেনে জল পুড়ে যাক
চায়ের কাপেই পুড়ুক খোয়াবি পোষাক
পালঙ্কের উপরেতে পুড়ে যাক বধু
ধরা পুড়ে সরা হোক, হোক মরু ধু-ধু

মানুষের স্নেহ মায়া পুড়ে হোক ছাই
রোম-সাথে পুড়ে যাক খানের সানাই
সুরে আর সাধনায় লেগে যাক পোড়া
ঢেউ পুড়ে সাগরেতে লেগে যাক খরা

বিকেলের হাত ধরে পার্ক পুড়ে যাক
পোড়া পীচে পুড়ে যাক মিছিলের হাক
হাকিম হুকুম পুড়ুক, পুড়ুক মসনদ
পুড়ে যাক সবকিছু ভালো কিংবা বদ

আগুনের উল্লাসে পুড়ুক আগুন
কোকিলের কুহু ডাকে পুড়ুক ফাগুন
ঘনঘোরে পুড়ে যাক অজস্র শ্রাবন
প্রেমের আগুন লেগে পুড়ে যাক মন

আরিফুল হাসান: কবি।  

 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন