রাহাত ইন্দোরি’র দু’টি প্রতিবাদী কবিতা ।। আলাউদ্দিন কবির অনূদিত।। পুবাকাশ

সম্প্রতি পরলোক গমন করেছেন উর্দু কবি রাহাত ইন্দোরি। বলিউড গানের লিরিক্স লেখার পাশাপাশি তিনি অনেক উর্দু কবিতা লিখেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই কবি, মিরাটের শ্রী অরবিন্দ হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন।
২০২০ এর আগস্টের প্রথম সপ্তাহে আচমকাই তাঁর হার্ট অ্যাটাক হয়। পর পর দু’বার হার্ট অ্যাটাক হয় তাঁর।এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাহাত ইন্দোরি’র বিখ্যাত দুটি প্রতিবাদী কবিতা।। পুবাকাশ’র জন্য অনুবাদ করেছেন তরুণ কবি আলাউদ্দিন কবির।

১.
ম্যায় জব মর যাওঁ, তো মেরি আলগ পেহচান লেখ্ দে না
লহু সে মেরি পেশানি পে হিন্দুস্তান লেখ্ দে না !

অনুবাদ:
আমি মারা গেলে আমার এক আলাদা পরিচিতি লিখে দিও
রক্ত দিয়ে আমার কপালে তোমরা হিন্দুস্তান লিখে দিও !

২.
সবহি কা খুন হ্যায় শামিল ইহাঁ কি মিট্টি ম্যাঁ
কিসি কে বাপ কা হিন্দুস্তান থুড়ি হ্যায় !

অনুবাদ:
সবার রক্তই শামিল রয়েছে এখানকার মাটিতে
কারো বাপের হিন্দুস্তান ককখনো না !

আলাউদ্দিন কবির : তরুণ কবি ও অনুবাদক।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন