পঞ্চম পর্ব
বানর রাজা : চীনা পুরাণ (উপন্যাসিকা)
চীনের এক সুপার হিরোর গল্প
(দ্যা জার্নি টু দ্যা ওয়েস্ট থেকে)
অ্যারন শেপার্ড অনুবাদ পান্থজন জাহাঙ্গীর
প্রিরিভিউ:
আপনি যদি সুপারম্যান বা স্পাইডারম্যানের কাহিনী দীর্ঘকাল ধরে থাকবে বলে মনে করেন তাহলে এই বানর সম্পর্কে একবার ভাবতে পারেন সে চীনের সুপার হিরো হিসেবে পাঁচশত বছর ধরে জনপ্রিয় হয়ে আছে। সে আশ্চর্যজনকভাবে শক্তিশালী, সে উড়তে পারে এবং তার এমন কিছু কৌশল জানা আছে যা অন্য সুপার হিরোরা কখনো শুনেইনি। আর সে সবসময় প্রস্তুত, শয়তান, ড্রাগন এবং কখনো দেবতা বা ঈশ্বরের সাথে যুদ্ধ করতে। এই বানর ষোড়শ শতাব্দীর দ্যা জার্নি টু দ্যা ওয়েস্ট নামক এক মহাকব্যিক কমিক ফ্যান্টাসির নায়ক। বানরের যে কাহিনীটি এখানে পুনর্কথিত হয়েছে তা হচ্ছে তার উৎপত্তি ও শুরুর দিককার ক্যারিয়ার-এবং একসময় সে আর উপর থেকে বের হয়ে আসতে পারেনা। অথচ সে অমরত্ব এবং জাদুশক্তি লাভ করার পর স্বর্গকে চ্যালেঞ্জ করে।
ধরণ:ফ্যান্টাসি
সংস্কৃতি:চায়না
থিম:ঔদ্ধত্য
বয়স:১০+
সর্ব সম্রাট
স্বর্গের সর্বোচ্চ স্থান।সোনালি দরজার মেঘের প্রাসাদ।স্বর্গীয় শুভ্রতার চাদরে ঢাকা হলরুম।স্বর্গ ও মর্ত্যের শাসক জাদি বাদশার এক ব্যস্তময় দিন কাটছে।সারাটা সকাল অফিসের প্রমোশন ও ডিমোশনের নথিতে সিল মেরে কাটালেন।বিকেলে তার স্ত্রী ভদ্র মহিলা রাণী মা অমর পিচ ফলের মহা ভোজনের দাওয়াত পত্রের তালিকা নিয়ে হাজির।তিনি তার সাহায্য প্রার্থনা করেছিলেন ।কিন্তু এখন প্রাচ্য সাগরের ড্রাগন রাজা,মৃত্যুর প্রভু ইয়ামা তার সামনে দাঁড়িয়ে।যারা প্রবল ক্ষমতার বলে তাদের উভয় কে হুমকি দিয়ে অমর হয়েছিল এ রকম কিছু বানরের বিরুদ্ধে তারা অভিযোগ নিয়ে এসেছেন ।
আমি এখন এটি দেখছি, জাদি বাদশাহ বললেন। এখন আপনারা দুজনই নিজের রাজ্যে ফিরে যান।
যেইমাত্র তারা প্রস্থান করলেন ঠিক তখনই একজন ল্যাফটেন্যান্ট ছুটে আসলো এবং বাদশাহর সামনে মেঝেতে সিজদা দিলেন।
জাহাপনা, পূর্ব গেইটে কিছু সমস্যা হয়েছে।সেখানে এক ঘন্টা আগে একজন বাচাল বানর পৌঁছেছে এবং প্রবেশের দাবি জানাচ্ছে।আমাদের চারজন প্রহরি তার সাথে লড়াই করে তাকে আটকে দিয়েছে।কিন্তু সে একজন সামান্য কর্মী নিয়ে চারজনকেই পাকড়াও করেছে ।
সত্যিই! জাদি বাদশাহ তার রাজকীয় ভ্রæ কুঁচকে বলেলন। এ হচ্ছে সেই অমর বানরটি।যার বরুদ্ধে আমার কাছে রিপোর্ট এসেছিল।তিনি তার শক্তিশালী ক্ষমতার অধিকারী স্বর্গীয় জেনারেলের দিকে তাকালেন।বারোজন বজ্র জেনারেলের সেট সাজাও এবং ঐ শয়তানের প্রেতাত্নাকে গ্রেপ্তার করো।কিন্তু মহা শুভ্রগ্রহ শুক্রের আত্মা সামনের দিকে এগিয়ে গেলেন এবং বলেলন, জাহাপনা আপনার প্রধানমন্ত্রী হিসেবে আমি অবশ্যই উল্লেখ করতে চাই যে, এই বানরের কাজে উদ্যোগ নেয়া বুদ্বির কিছু নাও হতে পারে।তাকে কি সাধারণ হিসেবে স্বর্গে দাওয়াত করা এবং একটি পদ লাভের সুযোগ দেয়া ভালো হবেনা ? তাহলে তার দিকে আমরা নজর রাখতে পারবো এবং ভবিষ্যত সমস্যা মোকাবিলা করতে পারবো।
দারুণ আইডিয়া! জাদি বাদশাহ বলেলন।আপনি এখনই যান এবং তাকে একটা দাওয়াত পত্র দিয়ে আসেন।মহা শুভ্রগ্রহ শিঘ্রই বানরকে নিয়ে আসলেন এবং স্বর্গীয় সিংহাসনের সামনে কুর্নিশ করে বলেলন, জাহাপনা আমি এই অমরকে নিয়ে এসেছি।
বানরটির দিকে আপাদমস্তক একবার তাকিয়ে জাদি বাদশাহ বলেলন, উল্লেখযোগ্য!
-আপনার সাথে সাক্ষাত করতে পেরে আমিও আনন্দিত, বানর বলল।
-তাতে কি! এটা চলন্ত বিশ্বভ্রমান্ডের মতো। মহা শুভ্রগ্রহ এবং অদালতের অন্যান্য অফিসিয়ালদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে জাদি বাদশাহ বানরটির দিকে অপলক দৃষ্টি নিবদ্ধ করলেন।তোমার আগের পটভূমি এবং বর্তমান আগমনের আলোকে আমি আদালতের আদবকেতা সম্পর্কে অজ্ঞতা এড়িয়ে গেলাম।
-ধন্যবাদ, জাহাপনা! বানর বলল, আমি জানতাম আমরা একসাথে হব।
-এখন তোমাকে পদ দিলাম। জাদি বাদশাহ বললেন, আমার সহকারীরা বলল, রাজকীয় ঘোড়াশালে যে পদটি খালি আছে তা হচ্ছে সুপারভাইজরের।
-দারুণ গুরুত্বপূর্ণ, বানর বলল, আমি পদটা নিব।
-খুব ভালো, জাদি বাদশাহ বললেন।আজ থেকে তোমার পদবী হবে ঘোড়া রক্ষাকারী।
ঘোড়া রক্ষাকারী! বানর স্বপ্নের ঘোরে বলল।ধন্যবাদ জাহাপনা! এবং তারপর মহা শুভ্রগ্রহ তাড়াতাড়ি তাকে হল থেকে তুলে নিয়ে গেলেন।তিনি পেছন থেকে আবার ডাকলেন,তুমি দুঃখিত হবেনা! আমি এ সম্পর্কে নিশ্চিত নই নিচুস্বরে বললেন জাদি বাদশাহ।
পান্থজন জাহাঙ্গীর : কথাশিল্পী-অনুবাদক, প্রাবন্ধিক।