দৃশ্যের অন্তরালে
অদৃশ্যে প্রতিনিয়ত শৃঙ্খলিত হচ্ছি
প্রতিদিন।
একটু একটু করে…
ঠিক যেন নূপুরের ধ্বনির মতো
রিনিকঝিনিক রিনিকঝিনিক……
কী এক অপার্থিব সুরে সুরে
আবেশের আবীর মেখে
খোলসের আড়ালে
নিজেকে বিকোই।
অন্তরালে ঠিকই চোখে চোখে
খেলে যায়
মায়ার যাদু,
কঠিন খোলসের পরশে
চন্দ্রাহত মানুষের মত
আহত এ’ মন
পা বাড়ায় অচেনা পথে।
কষ্টেরা এখন
বরফ জমা কষ্ট আর
ব্যথার দল আজ
মুক্ত করব বলে,
পথ চলতে চলতে দেখি
পা- জোড়া ফেটে চৌচির ;
রক্তের ধারা ছুটছে,
এদিক সেদিক কষ্টের অনু
পরমাণু হাহাকার করে ;
হৃৎপিণ্ডজুড়ে আলোড়ন তুমুল,
এখনই দিগম্বরী পৃথিবী জাগবে
রাতের নেশায়।