কবিতা সন্দেশ।। পুবাকাশ

বাজারে এসেছে কবি কাজী জহিরুল ইসলামের নতুন কবিতার বই “স্থবির আঁধারে স্বপ্নসম্ভবা বসন্ত”। প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি, বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন। যারা অগ্রীম অর্ডার করেছেন তাদের হাতে বই পৌঁছাতে শুরু করেছে। হাতে বই পেয়েই তারা মন্তব্য করেছে নানা ভাবে। বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব আব্দুস সবুর খান চৌধুরী জানান,’ সম্পূর্ণ বইটা একবার পড়লাম। অসাধারণ বললে খুব কম বলা হয়। প্রতিটি কবিতাই অর্থবহ এবং শেষদিকে করোনাকে নিয়ে লেখা অসাধারণ সেইসব চরণ, আমি সত্যিই মুগ্ধ। অনেকগুলো কবিতা কন্যা এবং বৌমাকে আমি আবৃত্তি করে শুনিয়েছি। ” কানকথা” কী অপূর্ব আর “ভাত” যেন আমারই কথা।

প্রকাশক মনি মহম্মদ রুহুল আমিন বলেন, কোভিড১৯ এর কারণে আমাদের ব্যবসায়ের অবস্থা খুবই খারাপ। টিকে থাকাই দায়। তার ওপর এই সময়ে কবিতার বই প্রকাশ করা বেশ ঝুকিপূর্ণ। প্রকাশনা শিল্পের সাথে জড়িত সকলেই জানেন কবিতার বইয়ের কাটতি খুব কম। তারপরেও আমরা এই বইটি কেন করলাম? করেছি কারণ শিল্পের প্রতি, ভালো কবিতার প্রতি, আমাদের প্রতিশ্রুতি আছে। আর এ কথা তো এখন সকলেরই জানা হয়ে গেছে, কাজী জহিরুল ইসলামের কবিতা মানেই মানোত্তীর্ণ কবিতা, নির্দিষ্ট কিছু রুচিশীল পাঠক তার নতুন কবিতার বইয়ের জন্য প্রতীক্ষা করেন।

কবি কাজী জহিরুল ইসলাম বলেন, এই গ্রন্থেও কিছু পরীক্ষা-নিরীক্ষার কাজ আছে। বইয়ের শেষের দিকে ৩৫টি মাত্রাবৃত্তের কবিতা আছে, যেগুলো “করোনাকালের মাত্রাবৃত্ত” শিরোনামে সংখ্যানুক্রমিকভাবে সাজানো হয়েছে। এপ্রিল থেকে জুন মাস অব্দি সময়কালের ভয়াবহতা চিত্রিত হয়েছে ছন্দোবদ্ধ এই কবিতাগুচ্ছে।

কাজী জহিরুল ইসলাম একজন বহুপ্রজ লেখক। এটি তার ৬৬তম প্রকাশনা এবং ২৩তম কবিতার বই।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন