দ্য ডার্টি লন্ড্রি
মূলঃ পাওলো কোয়েলহো
অনুবাদঃ আলমগীর মোহাম্মদ

যুব দম্পতি নতুন বাসায় উঠলো। নতুন প্রতিবেশী হলো তাদের।

পরেরদিন সকালে নাস্তা খাওয়ার সময় যুবতী স্ত্রী দেখতে পেল তাদের প্রতিবেশী মহিলা কাপড়চোপড় ধুয়ে বাইরে শুকাতে দিচ্ছে।

” এদের ধোলাইটা খুব একটা ভালো না। মহিলা ধোয়াপোঁছা কিভাবে করতে হয় তাও ভালোমতো জানে না বোধহয়। হয়তো ভালো সাবান দরকার তার।”

তার স্বামী তাকিয়ে রইলেন, কিছু না বলে।

যতবারই প্রতিবেশী মহিলা কাপড়চোপড় শুকাতে দিতে আসে, যুবতী স্ত্রী ততবারই একই ধরনের মন্তব্য করে।

এক মাস পর যুবতী স্ত্রী বিস্মিত হয়ে গেল লাইনে শুকাতে দেয়া পরিস্কার কাপড়চোপড় দেখে। সে তার স্বামীকে বললো, ” অবশেষে সে শিখল কিভাবে ধোয়াপোঁছা করতে হয়। আশ্চর্য! কে শিখিয়েছে তাকে?”

মহিলার স্বামী জবাব দিল, ” আমি আজ ভোরে উঠে আমাদের জানালাগুলো পরিস্কার করেছিলাম। ”

আর হ্যাঁ, এটাই জীবন ……. জানালার স্বচ্ছতার উপর নির্ভর করে যখন আমরা বাইরের কিছু দেখি তখন এমনই হয়।”

সুতরাং কাউকে নিয়ে মন্তব্য করার আগে ভেবেচিন্তে দেখবে বিশেষ করে যদি তোমার জীবন রাগ, হিংসা, হীনমন্যতা কিংবা অপূর্ণ প্রত্যাশার মেঘে ঢাকা হয়।

” কাউকে নিয়ে মন্তব্য করা মানে নিজেকে সংজ্ঞায়িত করা, নির্দেশিত ব্যক্তিকে নয়।”

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন