বিনয়ী দোহাঁ ।। মুসতাফা মুনীরুদ্দীন।। পুবাকাশ

দোঁহা : প্রেমের অভিশাপ

প্রেমহীন জুলুসের সংসারে, নিকাহের দড়ি ;
দৃশ্যত সঠিক থাকে, মরে শুধু ক্বলবের ঘড়ি।

দোহাঁ : প্রেম সর্বজীবে

প্রভু হে, আমার জীবন, মরণ, ভালোবাসা সবকিছু,
তোমার খুশীর তালাশেই যেন চলে মমতার পিছু।

দোঁহা —হযরত আব্দুল কাদের জিলানী রাহ্.

এক চশ্-মো জদন্ গা-ফেল আজাঁ শা-হ নবা-শী,
শা-য়দ্ কেহ্ নিগা-হে কুনদ্ আ-গা-হ্ নবা-শী।

মর্মানুবাদ— দোহাঁ : অনন্ত অপেক্ষা

পলকের তরে প্রিয়জন হতে নজর ফিরানো গুনাহ্,
নেমে আসে কবে সে শাহ্ নজর, তুমি তাতো জানো নাহ্।

মুসতাফা মুনীরুদ্দীন : আশিদশকের কবি ও বাচিক শিল্পী। প্রকাশিত গ্রন্থ একটি -দোহাঁ।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন