দিওয়ান-ই-মোস্তাফা।। আহমেদ মনসুর।। পুবাকাশ

নবী মোহাম্মদের নামে দিওয়ানা আমার প্রাণ
ওই নামেতে পাই যেন হায় খোদা তালার ঘ্রাণ।।

আশেক যেজন নবীর পাগল
ভেঙ্গে যায় তার চোখের আগল
দেখিতে পায় আরশওয়ালা গায় নবীজীর শান।।

নূর নবীজীর নামে মধু
তিনি দোজাহানের বঁধু
মজনুর সংকটে এসে উদ্ধারিবে মান।।

চায় না পাগল বেহেস্ত সুখ
তার নবীপ্রেমেরই অসুখ
নূর নবীজী হলে রাজি খোদা পেয়ে যান।।

আপনা প্রাণ স্বজন যারা
নবীপ্রেমের কাছে মলিন তারা
মোহাম্মদ নামেরই যাদু কেড়ে নিল জান।।

আহমেদ মনসুর : কবি ও কথাশিল্পী।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন