মুহররমের দু’টি কবিতা ।। আলাউদ্দিন কবির

আশুরা ও কারবালা

কারবালা ফিরে আসে আশুরার দিনে
সে যুগের দায় আর এ যুগের ঋণে
কারবালা নয় শুধু ফোরাতের তীরে
আরো কারবালা আছে মানুষের ভীড়ে !
শোষকেরা যতোদিন পৃথিবীতে আছে
কারবালা ততোদিন আমাদের কাছে
ফিরে-ফিরে আসবেই; যুগে-যুগে শুধু
বদলাবে ফোরাত ও কারবালা ধূ-ধূ।
আশুরার দিন মানে উন্নত শির
জুলুমের বিরুদ্ধে লড়ে যায় বীর
আশুরার দিন মানে সময়ের খামে
পরোয়ানা জারি করা জুলুমের নামে।
আশুরা ও কারবালা কালে-কালে কয়
মহাকালে জালিমের হয় পরাজয় !
১০ মুহররম ১৪৪২ হিজরি।

তাজিয়া ত্যাজিয়া তাই…

হাসান-হোসাইনের প্রেমিক মুমিন
তাজিয়া মিছিলে বলো আর কতোদিন
নিজে নিজ খুন পিয়ে শোধিবে সে ঋণ
যে ঋণের বেদনায় আকাশ মলিন !
হাসান-হোসাইনের যেই প্রেম বুকে
সে প্রেমের শক্তিতে দাও যদি রুখে
সময়ের সীমার ও নব্য এজিদ
তবেই মুমিন তুমি, তবে মুজাহিদ।
চোখের সামনে দেখো নতুন ফোরাত
দেখো কতো কারবালা–কালের করাত
কতো নদী লাল আজ মানুষের খুনে
দেখো কতো মানব আজ প্রহর গোনে !
তাজিয়া ত্যাজিয়া তাই সাহসী মুমিন
ফেরাও ফেরাও ফের সোনালি সেদিন।
১০ মুহররম ১৪৪২ হিজরি।

আলাউদ্দিন কবির: তরুণ কবি।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন