মুহাম্মদ ইকবাল চৌধুরী
কারো ঘরে গরুর খুশি কারো ঘরে খাসি,
কারো খুশি পায় যদি নুন ভাতটা হোক বাসি!
কারো ঘরে কোর্মা পোলাও চলছে খুশির ধূম,
ক্ষুধার জ্বালায় কারো চোখে আসছেনা যে ঘুম।
কারো হিসেব চলছে বসে গরু কত দামী,
গরুর দামে ইজ্জত মাপে তিনি যে খুব নামী!
আল্লাহ কিসে খুশি হবেন চিন্তায় মুমিন মন,
কুরবানী তার কবুল তরে অশ্রু বিসর্জন।
পোষা ছাগল কুরবানীতে কাঁদে চাষীর ছেলে,
ছাগলটা ছিল খেলার সাথী বাড়ির পাশে বিলে।
শূন্য বিলে সেই সাথীকে পাবে না যে আর,
সাথীর মাংস কোনভাবেই করবে না সে আহার!
কুরবানীতে গোস্ত খাবে আশায় গরীব মন,
আল্লাহতা’লা করছে যে সব রিজিকের বন্টন।
মুহাম্মদ ইকবাল চৌধুরী: লেখক ও বাণিজ্য পরামর্শক।