মায়া এঞ্জেলো’র দু’টি কবিতা ।। আলমগীর মোহাম্মদ অনূদিত

মায়া অ্যাঞ্জেলো ছিলেন একজন আমেরিকান কবি, সঙ্গীত শিল্পী, আত্মজীবনী লেখিকা এবং নাগরিক অধিকার আন্দোলনের একজন কর্মী। তিনি দীর্ঘ ৫০ বছর ধরে সাতটি আত্মজীবনীমূলক গ্রন্থ, তিনটি প্রবন্ধ গ্রন্থ, কয়েকটি কাব্যগ্রন্থ লিখেছেন এবং বেশ কিছু মঞ্চ নাটক, সিনেমা এবং টেলিভিশন শো-এর সাথে যুক্ত ছিলেন।জন্মের তারিখ এবং স্থান: ৪ এপ্রিল, ১৯২৮, সেন্ট লুইস, মিসৌরি, মার্কিন যুক্তরাষ্ট্র।মরার তারিখ এবং স্থান: ২৮ মে, ২০১৪, উইনস্টন-সালেম, নর্থ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র।বই: আই নো হোয়াই দ্যা কেইসড বার্ড সিংস, And Still I Rise, আরও বেশি অবদান।স্বামী : Paul du Feu (বিবাহ. ১৯৭৪–১৯৮৩)।

১.খাঁচায় বন্দী পাখি

মুক্ত একটা পাখি লাফিয়ে চলে
হাওয়ার পিঠে
এবং ভেসে যায় ভাটিতে
স্রোতের শেষাবধি
এবং ডানা ডুবিয়ে দেয়
সূর্যের কমলা রং রশ্মিতে
এবং আকাশকে ক’রে নেয় আপনার ।

কিন্তু যে পাখি
খাঁচায় বন্দী
ক্বচিৎ দেখতে পায়
তার রাগের সীমাবদ্ধতা
তার ডানা জোড়া আটকানো
পা জোড়া শেকল পরানো
তাই সে সুর তুলে গায়।

খাঁচায় বন্দী পাখিটি গায়
ভয়ার্ত স্বরে
অজানার গান
কিন্তু দীর্ঘ প্রত্যাশার
এবং তার সুর কানে আসে
দূরের পাহাড়ে
কারণ খাঁচায় বন্দী পাখিটি
মুক্তির গান গায়।

মুক্ত পাখিটি হাওয়ার খোঁজে রয়
এবং ঝিরঝির হাওয়া বয়ে যায় গাছে গাছে
এবং পোকামাকড়েরা প্রতীক্ষায় রয় ঘাসে ঢাকা ভূমে
এবং আকাশকে করে আপনার।

কিন্তু খাঁচায় বন্দী একটি পাখি স্বপ্নের গোরে দাঁড়িয়ে
চিৎকার করে দুঃস্বপ্নের আর্তনাদ
তার ডানা জোড়া আটকানো এবং পায়ে শেকল পরানো
তাই সে সুর তুলে গায়।

খাঁচায় বন্দী পাখিটি গায়
ভয়ার্ত স্বরে
অজানার গান
কিন্তু দীর্ঘ প্রত্যাশার
এবং তার সুর কানে আসে
দূরের পাহাড়ে
কারণ খাঁচায় বন্দী পাখিটি
মুক্তির গান গায়।

২.লেনদেন

দাও এবং সবসময় তুমি পাবে
দাও মুক্তহস্তে
যত্নে ও ভালোবাসায়
তোমার প্রতিবেশীকে ভয়মুক্ত করো
কাঁধ বাড়িয়ে দাও
জীবনকে অর্থবহ করো।
যখন দিবে এবং ভালোবাসবে
এবং কারো সমস্যা সমাধানে এগিয়ে আসবে

দাও এবং দয়ালু হও
দাও, অনাহারীর মুখে অন্ন
দাও এবং খুশী করো তাকে
তার মুখে হাসি ফোটাও,
যে হাসি অকৃত্রিম
দাও, বড় হও
দাও, তার সমস্যার ভার নাও
দাও, মরা নদীতে প্রাণ আনো দাও,
তব ভান্ডার হতে বিলিয়ে দাও
দাও, তোমার কখনো অভাব হবে না
দাও, স্রষ্টা তোমায় দেখবে
দাও , জাতি নির্বিশেষে
তোমার প্রাচুর্য থেকে
দাও সব বংশে
দাও বংশ নির্বিশেষে
দাও বিনা উৎকোচে
দাও, দুয়ার খুলে রাখ
দাও, বিধির বিধান মেনে।
দাও, কারণ তুমি ভালোবাসো
এভাবে, সবার উপরে ভালোবাসা সত্য।

আলমগীর মোহাম্মদ। শিক্ষক, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন