একগুচ্ছ সাব–অল্টার্ন কবিতা
আকাশ আজিজ
পুবাকাশ
বউ বেজার
ফজরত উডি বউ‘য়ে আ‘তত
ধরাই দিয়্যি ফর্দ
ইয়্যিন বেয়াগ্গিন আনি দি‘অ
নঅ গরি শব্দ।
হানো কিছু বাদ ন‘দিবে
বেয়াগ্গিন আঁই চাই
বো‘তদিন বাদে বেরাইতু আয়্যির
আঁর মা–বাপ ভাই।
টিঁয়া ছারা হাইল্লে জে‘ফত
ওঁদুর মারের ঢুঁস
এতো ব‘র ফর্দ দেহি
গেইয়িগু আঁর য়ু্ঁস।
মিলেই জুলোই বাইক্কে গরি
আন্নি হোয়্যান বাজার
ফর্দ মজিম বাজার ন‘ফাই
বউ অই‘গেইয়ি বেজার।।
#রচনাকাল_০৭_০১_২০২৩
হষ্ট হারে হ‘য়
মা‘র হাছে ফুত–জি
না‘ই হাডা ধন
ফুত জি‘অর হষ্ট দেই‘লি
হাঁদে মা‘র মন।
বা‘পর হতা কি‘আর হইয়ুম
বাপ মাতার ছাতি
ছোড হালে বাপ মরিলে
ফুত জি‘য়ে হাই লাতি।
নঅ হাইয়েরে হাবাই মা–বাপ
ফুত জি‘অরে ফালে
ফুত জি‘অল ফ‘রি যায়
বাপ–মা‘র বুরো হালে।
মা–বাপ অই তারা যেঁত্তে
বুরো বুরি অয়
এঁত্তে তারা হইত ফারে
হষ্ট হারে হ‘য়।।
#রচনাকাল_০৬_০১_২০২২
অ‘রু বারি‘র মায়া
হ‘দিন আগে অইয়ি বিয়্যে
আস্সি অ‘রু বারিত
এই হ‘দিনে নঅ ফারি আঁই
ব‘র মায়া চারিত।
আঁইট্যে বইস্তে ম‘নত ফরে‘র
বারি‘র মাইনসুর হথা
অ‘রু বারি‘র বেয়াক কিছু
লাগের আঁত্তে থিতা।
হাইতে লইতে হোঁচা মারে
ন‘ননে আর জাল
অ‘র অ‘রি ইতারার লয়
মিলাই চলে তাল।
মাঝো মইধ্যে মনে অই
যাইগুই আঁই দাই
অক্কল হষ্ট ফ‘রি যায়
জামাইর মিক্কা চায়।।
অক্কল স‘মত ডাগত রাহি
আঁরে দের চাই‘য়া
আস্তে আস্তে বারের আঁর
অ‘রু বারি‘র মায়া।।
#রচনাকাল_০৬_০১_২০২৩
গরি দিঅ মাফ
তোঁয়ার হথা মনত ফরের
ন–অর আঁরার দেহা
মাইনষুর হথায় গোস্সা গরি
অই রইয়ু তুঁই বেঁহা।
ঘর‘র ডাগত ঝুলি রইয়্যি
ফ‘না গাছর আম
তোঁয়ারে যদি হাঁচে ফাইতাম
ফারি হাবাইতাম।
এইল্লে ক্যানে নিষ্টুর অই
আঁরে গেইয়ু ভুলি
সোনার যৈবন বাঁদি রাক্কি
তোঁয়ারলাই আঁই তুলি।
ফরান হাঁদের হইলজা জ্বলের
বুগুত ফইজ্জি চাপ
আঁর হারনে হষ্ট ফাইলে
গরি দিঅ মাফ।।
#রচনাকাল_০৪_০১_২০২৩
মিছা হতা নঅ হ‘বি
অডো ফোয়া ইক্কা আই
তুরলয় দুইয়েন হতা হই
হ‘দিন ধরি দেহির তোরে
বারির ডাগত তাহস বই।
হন্ডে বারি হন্ডে ঘর
হত্তুন আই হন্ডে যর
হনোকিয়াই হইত নঅ ফারে
হারে তুই দি‘য়স চই।
অদে অদে জোয়াব দিবি
মিছা হতা নঅ হবি
মোবাইলুত আঁই তুলি রাক্কি
হয়েক ডইল্লে তুর ছবি।
এডেত্তুন তুই যাইত ফাত্তি নঅ
মিছা হতা আঁরে হই
কি‘অই তুরে ন‘তঅ চিনের
বেয়াগুনুত্তুন ফুচার লই।।
#রচনাকাল_০৫_০১_২০২৩
ভারার বারি
ফর‘র জাগা ফর‘র জমিন
বাঁধো সুখুর ঘর
নিয়েস বন্ধ অই গেলে
বেয়াগ্গুন অই যায় ফর।
যন‘র সম‘ত ওঁয়াইজ্জে নাই
বেয়াগ্গুনে জানে
তঅ আঁরা ফরি থাহি
মব্বত‘র টানে।
নিজুর হই দাবী গরি
হত হইজ্জা গরে
হাইল্লে আতে যাগুই বেয়াগ
আগে নইলি ফরে।
এই দুনিয়া বেয়াগের লাই
অইলু ভারার বারি
মালিক যদি ডাক দে
যন ফরিবু ছারি।
#রচনাকাল_০১_০১_২০২৩
হন্ডে শীতুর বারি
হত্তুন আইলু এন্ডুইল্লে শীত
হন্ডে শীতুর বারি
শীতুর জ্বালায় মনে হদ্দে
ঘরবারি দি ছারি
এই শীতুত্তুন রেহাই ন ফা‘র
জন্তু জানোয়ার
রইদ ফুয়াইতু তারা বেগ্গুন
খোলা মাডত যা‘র।
দিন যায় আঁজুন্নে অয়
সূজ্জু দেহা ন যায়,
হাজে হর্মে জোর ন থাহে
আলসি আলসি লায়।
অক্কল ব‘সর ফোয়া মাইয়া
শীতে অই যায় হাবু
বেগ্গুনুর গা‘ত গরম হ‘র
সাজি থাহে বাবু
ঠান্ডা জ্বরে গা হাঁফে
বাজে সদ্দি হাঁশি
ওঁট ফাডি রক্ত ফরে
যা গুই মুখুর আঁসি।।
#রচনাকাল_২৯_১২_২০২২
কুকিল পক্ষির ছা
ঘর‘র দইনদি বাঁশ ঝারত
হাউয়ো বাইন্দে বা
কুকিলে যায় আন্ডা ফাইজ্জি
হাউয়ো দের তা।
কুকিলুর আন্ডা নিজুর ভাবি
হাউয়ো দি–যার উম
নিজুর আন্ডার চিন্তায় কুকিল
যাইত ন ফারের ঘুম।
কু কু গরি ডাকের কুকিল
ডাগর গাছত বই
হাউয়োর বা‘ত রাখি আন্ডা
দি রাইক্কি চই।
আন্ডা ফুডি বাইচ্চা অইয়্যি
হাউয়োই দেহি হা
আঁর বা‘ত কেনে আইলু
কুকিল পক্ষির ছা।।
#রচনাকাল_২১_১২_২০২২
এক্ক লগে হাঁসের
বাঁশ বাগানর মাথার উদ্দি
চাঁন দেহাযার সাদা
দুয়ারত বই ফেফার ফরের
বারি‘র বুরো দাদা।
ফান তঁঅ লই দাদার ডাকত
বইশ্যি আয় দাদী
নাতি নাইত্তেন খেলা হার
উডোনত দল বাঁধি।
দাদার গালত হাবায় দিয়ে
দাদী বানায় ফান
ফাঁকে ফাঁকে দুইজন মিলি
তঁঅত মারের টান।
দাদা দাদীর হান্ড দেহি
নাতি নাইত্তেন আঁসের
বুইজ্জে বুরি শরম ফাই
এক্ক লগে হাঁসের।।
#রচনাকাল_২০_১২_২০২২
আকাশ আজিজ: শূন্য দশকের বাউল কবি । সম্প্রতি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখছেন বেশ কিছু কবিতা।