কবিতা


শ্রাবণের গান


নাজমুন নাহার


পুবাকাশ


অতটা দূরে যেওনা
আমার ভাংচুর শুরু হয়
ছোট হতে হতে বালুকনা হয়ে যাই
যেমন শিশির ঝরে
সাদা লোকগুলো উবু হয়ে হাঁটে
পাতাগুলো কাঁপতে কাঁপতে এলিয়ে পড়ে
বুকের ভেতর মটরদানার মত মিহিসুরে গায় –
কেউ একজন গায় –
শ্রাবণের গান
দেখো হাজারটা শ্রাবণ পার হচ্ছে
ঝিম ঝিম করে রাস্তাগুলো প্রসারিত হচ্ছে
ফ্লাইওভার ছুটছে আকাশে
আমি আজো ছোট হতে হতে গলে যাচ্ছি
ছিদ্র হচ্ছে তিনকোনা হৃদয়
তবু পশ্চিমে ফিরি
উত্তরে ছুটি
কেমন করে নুইয়ে নুইয়ে বলি
আহা!! কিরকম কেলাসিত শব্দ এই ভালোবাসি!!


নাজমুন নাহার : কবি ও প্রাবন্ধিক।  অস্ট্রেলিয়া অভিবাসী।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন