কবিতা


শব্দটান


রওশন হাসান।। পুবাকাশ


বৃক্ষের জাগরণে দখিন হাওয়ার সংযোগ
পাখির পালকে মগ্ন আকাশের যোগাযোগ
পল্লব লাবন্য দেখি, সন্ন্যাসযাপন দেখি
সনাতন শোকে পরিণাম দীক্ষা শিখি
বসন্ত-অভ্যুত্থান শব্দ হবো নিশিবন্ধনে
যে বর্ষা দিয়েছিল জলাধার মর্মপতনে l

ধূ ধূ শূন্যতায় হেমন্তে দেখেছি বিষন্ন লোকালয়
ঝরাবেলার চিহ্নে জেনেছি বিসর্জনের পরাজয়
পূর্ণিমার সুনসান চাঁদ যে বৃত্ত ছুঁয়ে যায়
পাথরচেতনে ভঙ্গুর আলোর নামতা শেখায়
সবকিছুর উর্ধ্বে তোমার ধ্যানী উচ্চারণ
আমাকে দিয়েছিল মৌনতা আকন্ঠ মরণ
তবুও আমি অঙ্গীকারে মেঘের চোখে রেখেছিলাম চোখ
আরও একটিবার তবে আমাদের দেখা হোক l
নদীর কাছে জানিয়েছিলাম মিনতি অনন্তের
গর্জে ওঠা বজ্রপাতে লিখেছিলাম নাম অসীমতটের l


রওশন হাসান : কবি-কথাকার-প্রাবন্ধিক। নিউইয়র্ক অভিবাসী।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন