কবিতাগুচ্ছ
ক্লাউন ও অন্যান্য
মাসুদুল হক।। পুবাকাশ
১.ক্লাউন
ঢোলা প্যান্ট
আঁকা হাসি
ভরা মুখে
লাল নাক
টাক মাথায়
নির্বোধ টুপি
ক্লাউন কাঁদছে
ঘুরে ঘুরে
ইচ্ছে মতো
সুই সুতোয়
ক্লাউন নিতম্ব
সেলাই করছে
হাসতে হাসতে
আমাদের পেট
ফেটে যায়…
এখন বড়
দুর্বিনীত সময়
অথচ সেই
ক্লাউনই জানে
আমাদের হাতে
সুই সুতা নেই!
২.ধর্ষণ
ওরা যখন কুকুর হয়ে ওঠে
মেয়েটি তখন চিৎকার করছে
নির্জন কথাটি কী আশ্চর্য
সেখানে কোনো মানুষ নেই
৩.সার্কাসের মুখোস
সার্কাসের মঞ্চ ফেলে যাওয়া
ক্লাউনের মুখোশ
আমি তাকে বাড়ি নিয়ে আসি
ড্রয়িং রুমে টাঙিয়ে রাখতেই
সে কেমন জান্তব হয়ে ওঠে!
৪.বাইসাইকেল জার্নি
বিকেলটা দৃশ্যের মতো স্থবির
শুধু চলছে আমাদের সাইকেলের চাকা
জলরঙে আঁকা পাটখেত
পাশের কুমড়ো মাচায় একটা স্থির ফিঙে
সহসা বৃষ্টিতে বিকেলের রঙ ভিজে গেলে;
দৃশ্যটা ভেঙ্গে আমরা দাঁড়াই জান্তব দুনিয়ায়
কোলাব্যাঙের কণ্ঠ। পঁচা কুমড়ার গন্ধ
জলভেজা বাতাসের স্পর্শে থেমে যায় চাকা
তখন দৃশ্য ও আমাদের কোনো পার্থক্য থাকে না
৫.সংসার
গাধাকে বেঁধে রাখা যায় না;ও কেবল পালায়
বোঝার ভার কিছুটা চঞ্চলতা কমায়
আমি তোমার অধীরতার পাশে বসে আছি;
আমার অস্থিরতাকে বেঁধে রেখেছ তুমি
সংসারের এক চিলতে উঠানে সবুজ ঘাস
পুরনো পাতা
আমার আর সমুদ্রে যাওয়া হলো না;
পাহাড়েও গেলে না তুমি আর
দাম্পত্যের জোয়ালে
আমাদের পালিয়ে বেড়ানো আজ একাকার!
মাসুদুল হক
(১৯৬৮) মূলত কবি ও কথাসাহিত্যিক ; অনুবাদ ও গবেষণায় রয়েছে সমান আগ্রহ। বাংলা একাডেমির রিসার্স-ফেলো হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ঢাকা থেকে পি-এইচ. ডি সম্পন্ন করেছেন ২০০৪ সালে। বাংলাদেশের সরকারি কলেজে দর্শন বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। তার কবিতা তাইওয়ানিজ, চীনা, নেপালি, আজারবইজানিজ, তার্কি, রোমানিয়ান, আরবি, ইতালীয়, অসমীয় ও স্পেনীয় ভাষায় অনূদিত হয়েছে। ইংরেজি ভাষায় বিশ্বের বিখ্যাত জার্নাল ও ব্লগগুলোতে নিয়মিত কবিতা লিখে যাচ্ছেন।২০২০ সালের নভেম্বর মাসে তিনি ইংল্যান্ডের “THE POET” পত্রিকা কর্তৃক “International Poet of the Week”-এ ভূষিত হয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। বগুড়া লেখক চক্র পুরস্কার (২০১১); চিহ্ন পুরস্কার (২০১৩);
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা (২০১৪); উপমা সাহিত্য পুরস্কার (২০২১)অর্জন করেছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ১.টেনে যাচ্ছি কালের গুণ ২.ধ্বনিময় পালক ৩. ধাঁধাশীল ছায়া ৪. জন্মান্ধের স্বপ্ন ৫. সার্কাসের মেয়ে ও অন্যান্য কবিতা ৬. The shadow of illusion ৭. Blind Man’s Dream.
গল্পগ্রন্থ: ১. তামাকবাড়ি ২. আবার কাৎলাহার ৩. ঢুলকিপুরাণ ৪. নাবিকের জুতো
প্রবন্ধ ১. বাংলাদেশের কবিতার নন্দনতত্ত্ব ২.হাজার বছরের বাংলা কবিতা ৩. জীবনানন্দ দাশ ও অন্যান্য ৪. বাংলা সাহিত্যে নারী ৫. বাংলা উপন্যাস অধ্যয়ন।
অনুবাদ : ১. চৌদল ঐকতান, মূল:টি. এস. এলিয়ট ২. ধূসর বুধবার, মূল: টি. এস. এলিয়ে ৩. বালি ও ফেনা,মূল: কাহলিল জিবরান ৪. হল্লা, মূল:অ্যালেন গিনসবার্গ।
স্যারের সব লেখাই অসাধারণ