কবিতা


কিছু মাস্কবাদী কবিতা ।। মেরুন হরিয়াল ।। পুবাকাশ


দূরত্ব

মাত্র এইটুকুতেই বেড়ে গেছে 
দূরত্ব। আজ বন্ধ
তীব্র চুমুর পর দুজনের ঠোঁটের মাঝে 
দীর্ঘ দীর্ঘতম লালাসেতু।

পাশের রুমটিই যেন হেঁটে 
চলে গেছে চিম্বুক;
সংক্রমকের মতো একটি অভিমান 
বাড়িয়ে গেছে দূরত্ব; পৌঁছে গেছে আলোকবর্ষে।


কর্মসূচি

আমাদের স্তব্ধ নিশ্বাস
    কষ্টচাপ, কোঁত-পাড়া কোষ্ঠ, বদ্ধবিকার…
আমাদের হাসিগুলো 
    পানকৌড়ির ডুবসাঁতার, ডুবুডুবু শিকার।
আমাদের কথাগুলো
    শববাহকদের সুরে-সুরে মেলানো গান
আমাদের চিৎকারগুলো
    শিৎকারের চাইতেও বেশি গুপ্ত স্লোগান।

জ্বলছে আমাদের চিন্তা
    ভাবনা মধ্যরাতে গুলিবিদ্ধ—কাতরায়।
    এমনকী লিখে রাখাও মানা
    আজ ভাসানচরে শুকোচ্ছি রক্তডানা।


জাহালাম

আছে জাহালাম, নাই রে জাহালাম
    সব জাহালামের দোষ
কান্দে জাহালাম, চিল্লায় জাহালাম
    জাহালাম নন্দ ঘোষ!

‘আমিই জাহালাম’, বলে জাহালাম
    বিফল এত বলা
আমতন্ত্রের আঁটি চোষে নামতন্ত্রের 
    কানা বৃহন্নলা।

দেখ রে জাহালাম, বুঝ রে জাহালাম
তোদের কিছু নেই, শুধু আঙুল চোষ!
পুরো দেশ এখন জাগন্ত ঘুমে
    দেশটাই জাহালাম-কোষ।


স্লোগান ১

ধর্ম যার-যার
ধর্ষণ সবার!

ডিসেম্বর ২০২০- এপ্রিল ২০২১


মেরুন হরিয়াল: কবি ও চিত্রশিল্পী। 

2 মন্তব্য সমুহ

  1. ভালো লেগেছে কবিতাগুলো। শেষেরটা তো তোফা!
    আরও কবিতা চাই, মেরুনবদ্দা।♥️

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন