কবিতা
পক্ষহীন শিরদাঁড়া।। কাজী জহিরুল ইসলাম।। পুবাকাশ
নিজেই তো আমি এক ভয়ানক বিষের পুকুর
আমাকে কামড়ে দিয়ে কোন কুকুর ছড়াবে বিষ?
রক্তের ভেতরে অভিবাস গ্রহণ করেছে দূর
এবং নিকট একসঙ্গে। ফেরেশতা-ইবলিশ
মুখোমুখি বসে পান করে ঋতুচক্রের জটিল
মদ। দুজনেই আনন্দে মাতাল হয়ে শুয়ে পড়ে
মহাকালের বিশাল বিছানায় এক অনাবিল
অহঙ্কারে। অবাধ্যকে তুলে রাখি আমি ভাঁজ করে
জামার পকেটে। আমাকে শাসাবে কোন উশৃঙ্খল
সময়ের দশক অথবা শতাব্দীর স্রোতধারা?
ডান-বামের ধারক আমি, ধর্ম-অধর্ম প্রবল
প্রবাহিত আমার ভেতরে, পক্ষহীন শিরদাঁড়া।
মাথার ভেতরে দ্বন্দ্বে অবতীর্ণ পশু আর যীশু
দেখি আর হাসি সেও আমি, এক পাপহীন শিশু।
হলিসউড, নিউইয়র্ক। ৮ এপ্রিল ২০২১।
কাজী জহিরুল ইসলাম : কবি-প্রাবন্ধিক-কথাশিল্পী। নিউইয়র্ক প্রবাসী।