জীবনসরণি ।। করিম রেজা ।। পুবাকাশ


টিনের চালে রোদের তাপে নরম পায়ে চলন খেলা
আমের শাখায় থোকায় থোকায় সবুজ আমে লাল ইশারা।

‘চোখ রাঙানি’ ঘুমের কোলে ভর দুপুরে স্বপ্নে বিভোর
আমরা তখন নরম পায়ে আমের ডাকে টিনের ওপর।
দীঘির জলে সাঁতার খেলা, ভর দুপুরে এপার-ওপার
ডুব সাঁতারের মধুর খেলায় ডুবেই ফুরায় তপ্ত দুপুর।

পড়ার টেবিল ব্যস্ত যখন সব কোলাহল পড়ার সুরে
বয়স বাড়ে রাতের ধীরে, বইয়ের পরে বইয়ের ভীড়ে।
খুব সকালে নামাজ কোরান, গণিত নিয়ে অঙ্ক করা
ঘন্টা বাজে পড়ার ঘরে, বুকের ভিতর নড়ছে কড়া।


আমের পরে পেয়ারা আসে, দূর পাহাড়ে ছুটছে মানুষ
বইয়ের ভরে আমরা তখন দূর শহরে উড়াই ফানুস।

গ্রামের কিশোর বন্ধু আমার, পড়ার ঘরে নেই যাতায়ত
শহরে সে নিত্য আসে, পেয়ারা-লেবু যার তেজারত।
ডালের স্বাদে মাংস খেয়ে দিবস রাতি বিদ্যা শিখি
মায়ের কথা বাড়ির কথা গহীন মনে গোপন রাখি।

দিন কেটে যায়, বছর কাটে, অনাত্মীয় শহর মাঝে
আলোয় ভরা জীবন কাটে, বন্ধুমিলন সন্ধ্যা-সাঁঝে।
নতুন পথের হাতছানি ঐ, নিজের পায়ে নিজের জীবন
শহর থেকে শহর ছুটে, শেকড়বিহীন প্রাণের ভ্রমণ।


পিতৃবিয়োগ, উল্টে গেল চেনা মুখের প্রত্ন বচন
রক্তধারা শত্রু হয়ে রক্তে দিল কামড় মরণ।

মধ্যরাতে দূরালাপন, বুকের ভিতর নতুন স্বপন
ঈর্ষাকাতর চোখ রাঙিয়ে, তুমিই কারণ ঘুমের ভাঙন।
পত্র আসে চাকরি নিয়ে, এবার চল ছোট্ট শহর
নতুন মানুষ নতুন ভুবন, দিবস রাতি কত্ত প্রহর।

হাজার হাজার মুখের পানে জ্ঞানের আলো এগিয়ে ধরি
তৃপ্তি নিয়ে জীবন কাটে জানার জগৎ আলোয় ভরি।
নতুন মানুষ নিজের হয়ে আমার ঘরে চরণ ফেলে
জীবন নদী স্রোতস্বিনী, ‘আমরা’ তাতে নতুন জেলে।


রক্তে কেনা স্বাধীন দেশে সাপের চলন দুপুর রাতে
লাভের লাগাম লোভের বাগান, ছন্নছাড়া জীবন তাতে।

নতুন আশায় নতুন কথায় দেশের মাঝে জোয়ার উঠে
নাঙ্গা-ভুখা শহর ছেড়ে গ্রামের দিকে কর্মে ছুটে।
শক্তি বাড়ে শক্তিমানের, বিরোধ বনে ফাগুন আসে
তলার মানুষ এঘাট ওঘাট পয়সা দিয়ে পেরিয়ে আসে।

মাতৃবিয়োগ, ছিন্ন হলো জন্মরেখার সব ঠিকানা
ভালোবাসা ভালো থাকা সুখে দুখে ডাক আসে না।
কবর পাড়ে কোরান পড়ি। আল্লাহ, মাকে সুখে রেখো
দুখ-বেদনার একটি জীবন শেষ করে যে ওপার গেলো।


নিজেই আমি পিতা যখন, দায় দুনিয়ায় ব্যস্ত জীবন
বোমা পড়ে ইয়েমেন শ্যামে তাতে আমার কী যায় এখন!

কান্না করি, গুমরে মরি একটি শিশু সাগর পারে
মৃত্যু নিয়ে ভেসে এলো বিশ্ববিবেক কী ধার ধারে।
অস্ত্র বেচে মোড়ল বলে শান্তি আমি এনেই দিব
ঐ পাড়াতে তেল যদি দাও রাজার আসন কেড়েই নিব।

নরম পায়ে জীবন শুরু টিনের চালে পিছল খেলায়
নগরজুড়ে পিচের গরম গা পুড়ে যায় এই অবেলায়।
ছুটছে মানুষ, ছুটছি আমি ঘুড়ির নাটাই কালের হাতে
দুখের বেদন সুখের খুশি মহাকালের কী যায় তাতে!

রেজা করিম : কবি ও প্রাবন্ধিক।

১টি মন্তব্য

  1. সবগুলোই কষ্ট। এই দীর্ঘবেদনার পেছনের মুখোশ গুলো একদিন খসে পড়বে।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন