কবিতা

বৈশাখী মেলা।। হাফিজ রশিদ খান।। পুবাকাশ

আমার ঘনিষ্ঠ মেলা
সনিষ্ঠ গানের খোলা গলা
হলো হেলাফেলা
ভোলাভালা মানুষেরা গেল আড়ালের ঘর
আমার সকল কিছু এখন
শূন্যতাভরা

আমাকে নেবে না কেউ
ডাকবে না পাঁচনের উৎসবে
আমার পায়ের ধুলো
ঘামের শরীর
ঘন সবুজের খোলে ঢাকা ভেতরের লাল বর্তুল ফলটা
মেটাবে না তৃষ্ণা

আমার কনিষ্ঠ ভাই
দূরের বন্ধুটা
সহজমনের দাদাবাবু
খুব বুড়ো হয়ে যাওয়া নানি
মোরব্বার জন্যে উজ্জ্বল
হলুদরঙা বড় শসা
দেখে কাঁধে
হাসবে না আর দন্তহীন
স্নিগ্ধ অবয়বে

আমার বলিষ্ঠ প্রীতি
ধাবমান প্রেম
বাজনার তালে
এলোমেলো নাচ
ফুলভাসানো নদীর জল
গোয়াল ঘরের চেরানো বাঁশের ফাঁকে জমা হওয়া
ময়লা টাকা ও রেজগি

কাঁদছে-কাঁদছে বড় একা
এ কোন্ কালের আমি
নিঃসঙ্গ সন্তান…

১ বৈশাখ ১৪২৮, চট্টগ্রাম

হাফিজ রশিদ খান : কবি-প্রাবন্ধিক-সাংবাদিক।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন