ঘুমে জল জোছনা ।। হাবীবুল্লাহ হেলালী ।। পুবাকাশ

ঘুমে জল জোছনা, ফাঁকা অলিগলি;
কুয়াশায় ঢাকা নক্ষত্ররাজি, নীরব শহরপাড়া
ঝিঁঝি পোকার সুরের তালে ঘুরায় প্যাডেল
ছুটে চলে ক্লান্তিহীন রিকশাওয়ালা;
নেই কোনও তাড়া।

ক্ষুধার তাড়নায় ঝরে ঘাম
বসন্তের কৃষ্ণ আঁধার রাতে
সুখস্বপ্নে বিভোর জীবনযোদ্ধা অহর্নিশি
ফাল্গুনী রাত কাটে শহুরে পিচঢালা পথে।

অনন্ত বিস্ময় বাউলের এই শহর
সকলেই ঘুমায় যাদের পেটে আছে ভাত;
শুধু মেহনতির পায়ের জোরে ঘুরে চাকা;
জোগাতে দুমুঠো অন্ন কেটে যায় নির্ঘুম রাত।

হাবীবুল্লাহ হেলালী : তরুণ কবি। 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন