ভাষা নিয়ে কবিতা।। আলমগীর মোহাম্মদ অনূদিত
ক,খ,গ,ঘ….
যখন আমি প্রতিটি বাংলা অক্ষর পড়ি
গভীর শ্রদ্ধায় স্মরণ করি
সালাম,বরকত, রফিক,জব্বার….
ক, খ, গ,ঘ…..
যখন আমি প্রতিটি অক্ষর লিখি
অন্তর চক্ষু দিয়ে দেখতে পাই
তোমাদের মুখচ্ছবির প্রতিফলন।
ভালোবাসা কত গভীর হলে
যার জন্য রক্ত দেয়া যায়
হাসিমুখে?
ভালোবাসা কত গভীর হলে
যার জন্য রক্ত দেয়া যায়
রক্তের সাগর বয়ে যায়?
এই ফেব্রুয়ারিতে
জাতি তোমাদের স্মরণ করে
গভীর শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়
আমাদের মাথা নত হয়ে আসে
গভীর নীরবতায়।
কবিঃ নাজমুল হক (১৯৭৮…….) বাংলাদেশী কবি।
মাতৃভাষা
পিঁপড়েরা যেমন
ফিরে তাদের নীড়ে,
একটা কাঠঠোকরা যেমন ফিরে
বনে,
এবং বিমান ফিরে বিমানবন্দরে
আকাশ জুড়ে উড়ে।
হে মোর ভাষা
আমি ফিরি তোর কাছে,
নীরবতায় যখন
স্বর রুদ্ধ হয়ে আসে
পীড়া হয় অন্তরে।
কেদারনাথ সিং। জন্মঃ১৯৩৪-মৃত্যুঃ২০১৮ । ভারতীয় কবি।
আলমগীর মোহাম্মদ: প্রভাষক, ইংরেজি বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ সায়েন্স এন্ড টেকনোলজি।