কবিতা

নেমে যায়।। মনদীপ ঘরাই।। পুবাকাশ

মানুষ নাকি অনেক উপরে ওঠে।
এতটাই উপরে, যেখান থেকে মানুষ দেখা যায় না।
তখন মানুষ আয়নায় শুধু নিজেকে দেখে।
দেখে। আর ভালোবাসে।
নিজের সাথেই কথা বলে।
নিজেকে নিয়েই ভাবে।
আরও বেশি উপর নিয়ে ভাবে।
একটু বেশি উঠতে চায়।
নিচুতে থাকা মানুষগুলো থেকে;
ছুটতে চায়।
এই তো,
আর একটু উপরে উঠতে পারলেই…
ওটুকু আর উঠতে পারে না মানুষ।
তার আগেই নেমে যায়।
হুট করেই থেমে যায়।
নামতে…নামতে…নামতে…
মানুষ চলে যায় মাটির তলে, কিংবা আগুনে জ্বলে।
লাশ ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু জেনে যায়;
মানুষ অনেক কষ্টে যতটুকু উপরে উঠতে পারে,
তার চেয়ে অনেক অনেক বেশি নিচে নেমে যায়।

মনদীপ ঘরাই : কবি ও গল্পকার।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন