কবিতা
দুটি প্রাণ।। দেবী আচার্য।। পুবাকাশ
আমাদের শেষ দেখা হয়েছিল
সেই কবে ফাল্গুনে মিঠে রোদে,
আমাদের শেষ কথা হয়েছিল
সেই কবে এক রাতে জনস্রোতে।
আমাদের দেখা হয় না
কোটি কোটি প্রহর
তবুও কথা হয় প্রায়শই
সাক্ষী এই শহর;
আকাশের নীরব ঘোলাটে চাঁদ
আজ বলেছে
তোমার মন ভালো নেই
দীর্ঘ অপেক্ষার পরেও
দিগভ্রান্ত
আয়ত্তে আনয়নের সংলগ্নে
তোমার অন্তর
তোমার নিজস্ব দিনপঞ্জির
প্রতিটি অক্ষর।
বৃক্ষকুঞ্জ বার্তা পাঠিয়েছে
আমার ঘরের জানালাকে
তোমার লালিত দুঃখের অরণ্যে
আজ উঠেছে ঝড়,
মেঘের আবির্ভাবে ঝরছে শ্রাবণ;
বিনিদ্র এই রাতে
থরে থরে বিন্যস্ত
অন্তরের শ্রেষ্ঠাংশ।
আমাদের এই সম্পর্কের পক্ষান্তরে
কোনদিন কোন ফুল
প্রস্ফুটিত হবে না
এই সম্পর্কিত প্রহর
যতই দীর্ঘ হবে
ধুলোঝড়ে , বন্যায়
ততই নিঃসঙ্গ হবে ফুলের বাগান
আমাদের দুটি প্রাণ।
দেবী আচার্য : কবি ও গল্পকার। প্রকাশিত গ্রন্থ দু’টি। খুলনা, বাংলাদেশ।