কবিতা

ঘরে ফেরা।। কাজী জহিরুল ইসলাম।।পুবাকাশ 

তুমি আমার ঘর
তোমার জন্য চষে বেড়াই সমস্ত শহর।

সকাল থেকে রাত
বুকের ভেতর বাড়তে থাকে আনন্দের উৎপাত।

মাঝে-মধ্যে থামি
পথের ওপর তৈরি হওয়া খানাখন্দে নামি।

আকাশ দেখি, ফুল
বৃক্ষেরা কী হয় কখনো সুগন্ধে মশগুল?

নীল আকাশে পাখি
কখনো কী হেসে বলে একটু আরো থাকি?

সন্ধ্যা হলে হাঁস
হাকালুকির বিলকে জানায়
শুভ্র ডানা দুলিয়ে তার
ঘরে ফেরার অদম্য উচ্ছ্বাস।

দিনের শেষে আমিও ঘর খুঁজি
তোমার ভেতর ভারশূন্য
নিরাবরণ ঢুকে পড়ি একাই সোজাসুজি।

হলিসউড, নিউইয়র্ক। ১৬ মার্চ ২০২১

কাজী জহিরুল ইসলাম : কবি-কথাশিল্পী-প্রাবন্ধিক। নিউইয়র্ক প্রবাসী।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন