কবিতা

সেই জাতির জন্য করুণা।। খলিল জিবরান।। আলমগীর মোহাম্মদ অনূদিত।। পুবাকাশ

 

সেই জাতির জন্য করুণা যাদের মত অনেক কিন্তু নেই কোন ধর্ম।
সেই জাতির জন্য করুণা যারা কাপড় পরিধান করে কিন্তু নিজেরা তৈরি করে না,
এবং অন্যের উৎপাদিত খাবার খেয়ে বাঁচে।
সেই জাতির জন্য করুণা যারা গুন্ডাকে বীরের মর্যাদা দেয়,
এবং চাকচিক্যময়তাকে মহান মনে করে।

সেই জাতির জন্য করুণা যারা আবেগকে তাদের স্বপ্নে ঘৃণা করে,
কিন্তু স্বপ্নের জাগরণে হার মানে।
সেই জাতির জন্য করুণা যারা মুখ খোলে না
দুর্দিনে মৌনব্রত পালন করে এবং
নিজেদের পতনে গর্ব করে,
এবং প্রতিবাদ না করে গা বাঁচিয়ে চলে
এমনকি যখন তাদের গদ্দান তরবারি ও ফাঁসিকাঠের মাঝে আটকা পড়ে।

সেই জাতির জন্য করুণা যাদের বিবৃতি ধূর্তামি,
যাদের দার্শনিক একজন বাজিকর,
এবং যাদের শিল্প জোড়াতালি ও অনুকরণ নির্ভর।
সেই জাতির জন্য করুণা যারা নতুন শাসককে তুরি বাজিয়ে স্বাগত জানায়,
এবং বিদায়ে জানায় ধিক্কার,
শুধু অপরজনকে তুরি বাজিয়ে পুনরায় স্বাগত জানাতে।

সেই জাতির জন্য করুণা যাদের বুদ্ধিজীবীরা বছরের পর বছর মুখে কুলুপ এঁটে বসে থাকে
এবং যাদের বলবানেরা এখনো দোলনরত।
সেই জাতির জন্য করুণা যারা অন্তর্কোন্দলে জড়িত,
প্রত্যেক দল নিজেদেরকে জাতি মনে করে।”

আলমগীর মোহাম্মদ: প্রভাষক, ইংরেজি বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ সায়েন্স এন্ড টেকনোলজি।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন