কবিতা

গুচ্ছ কবিতা।। নাজমুন নাহার।। পুবাকাশ

আহ্

একদিন খুব নির্জনে তোমাকে জপ করবো । খুব একাকী তোমাকে তাওয়াফ করবো । সেদিন মুসলিম হলে কবিতার বই এর ভেতর তোমার লাশ পেয়েছিলাম সেখানেও কিঞ্চিত চুমু খাবো ।
অথচ তুমি পাখাবিহীন একটা পাখি হয়ে গেলে ।
লাশ হলে নাম মুছে যায় অথবা একদিন যে ঘাসের বুকে দু হাত দুদিকে মেলে দিয়ে মৃত্যু বনাম একটা দেশ চেয়েছিলে , হতে চেয়েছিলে চেঙ্গিস খান সেখানে একটা বালি ঘড়ি রেখে দিয়েছি । তুমি তো সকল সময় উত্তম সময়কেই বেছে নিতে বলো ।
আমার সময় নেই – লোকেরা বলে প্রেমের সপ্তবহরে সওয়ার হতে গিয়ে মরে গিয়েছি । মৃত্যুর পরে প্রস্থানে গমনের পথে কিছুটা ভারী পদক্ষেপে যেতে হয় । পলকা আমি মৃত্যুর পরে গেঁথে দিয়েছি তোমার বোতামে রক্তের ফোঁটা । বুকের ভেতর দিয়ে হৃদপিন্ড স্পর্শ করলে আহ বলে চেপে ধরেছো আত্মা । তোমার হাত ধরেছি । সেখানে আমি আছি – বড্ড ব্যথা যে সেখানে —

আগুন

আগুন লেগেছে পেছনের ঘরে ।
নিভৃতচারী আমি । কিছু আঁচ আমার গায়ে এসে লাগে । জামার কোনা পুড়ে , আস্তিন ভিজে , গলা শুকিয়ে কাঠ — উত্তরের দীঘি পশ্চিমের পুঁজি সব –

তোর জন্য খাক খাক মাটি –
দীর্ঘ চারিতায় বুঝে গেছি তুই প্রেমই কম বুঝিস –
রূপার্ট নামের যে পুকুর ছিলো সেখানে প্রবালের ভেতর বৃক্ষের শেকড় –
যে পাখি ঘরে ফেরে – সে বৃক্ষের গায়েই আকাশ খোঁজে —

অগত্যা

দেখো সূর্য উঠবে,চন্দ্র একইভাবে আলো দেবে
শুধু আমারই আর কিছু হবে না –
মরে গেছি যেদিন শালুকের ঘরে
ছায়া দিতে এসেছিলো সব ঝিঁ ঝি পোকা
আমিও ওদের সাথে কেন পোকা হয়ে যাইনি!!
মানুষ হয়ে এ বেদনা বহার ভার কেন দিলে – সহে না
তুমি বলে দিলে যেদিন অনেকদিন মনে রাখবে
ঠা ঠা করে হেসেছে সমুদ্রর জল মরা গাছের শেকড়
আমি শুধু চোখ মুছে বলেছি – তবু ভালো থেকো হে…

জ্বালামুখ

বুঝতে পারছিলাম হারাচ্ছি তাকে – যখন সকালে উঠেই তাকে বলেছি একা লক্ষ্মীন্দরের ঘরে যেও না । ওর ঘরে সাপ আছে ।
সে শুনলো না কথা । সাপের ঘরেই তার পা রাখা চাই ।

আমি ওর চোখজোড়া খুলে নিলাম । সে অন্ধ হলো না । কি একটা জোনাক পোকার গন্ধ নিয়ে ছুটে গেলো অন্দরে ।
সাইক্লোনে আমার ভয় ভীষণ । অথচ তার ভালোবাসা সাইক্লোনেই ।
বলেছিলাম উড়ে গিয়ে গাছে আটকে থাকো ।
সে জটাধারী এক কাপালিকের গা জড়িয়ে ধরলো ।
সামনেই আগুনের একটা জ্বালামুখ ।
আমি বিচ্ছিন্ন নারকীয় দৃশ্য দেখার জন্য কাপালিকের বুকের ভেতরে ঢুকে পড়ি —

 

নাজমুন নাহার : কবি ও প্রাবন্ধিক। 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন