কাফনফুল।। দ্বীপ সরকার।। পুবাকাশ

কেউ না দেখুক
আমি দেখি
তুমি মুচকি হাসো আড়ালে
কি যে মায়ায় জড়ালে!

কেউ না ভাবুক
আমি ভাবি
তুমি চেতনাজুড়ে থাকা মানুষ ঢেউ
কাছে এসেও 
দূরের আবছায়া লাগা কেউ

এই আমি ভাবতে ভাবতে মানুষ হই
ভাবতেই ভাবতেই প্রেমিক-সই
দুঃখ দেখে ভাবিনা তোকে দূরের-অপসরি
আমি মরে গিয়েও কতবার যে আরো মরি-
অনেকেই ভাবেন কাফনফুল
অনেকেই আবার বাগানফুল

দ্বীপ সরকার : কবি।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন