প্রাচীন ।। শাহীন রেজা।। পুবাকাশ
ভাবনার হাত ধরে পালাই পালাই
চাঁদবনে খড়কুটো নিমিষে জ্বালাই
এ জীবন একবার, নয়–নয় আর
শ্রাবণের মুখ তাই ঘন আর ভার
যে পথে এসেছে জল সেই পথ ধরে
যেতে হবে অদেখার ছায়াঘন ঘরে
থেকে যাবে সবকিছু সুখ আর সারি
প্রিয়তম সময়েরা প্রিয়তমা নারী
চলে যাওয়া পথ জুড়ে পদচিহ্ন কত
স্মৃতির জোনাকি আর চুম্বন শত
মেখে নিও ঠোঁট ছোঁয়া ভেজা সেই ঘ্রাণ
ফেলো জল একবিন্দু কাঁদে যদি প্রাণ।
শাহীন রেজা : কবি।
“মেখে নিও ঠোঁট ছোঁয়া ভেজা সেই ঘ্রাণ
ফেল জল এক বিন্দু কাঁদে যদি প্রাণ।”
বিস্ময়কর সুন্দর!!