দু’টি কবিতা ।। আরিফ চৌধুরী।। পুবাকাশ

একা

ঝরে পড়া বৃষ্টিতে স্নান ঘরে একা
ছাদ খোলা দুপুরে দেহ মেলে
জুড়াও জলে কোন আগুনের তাপ
শরীরীবোধে বুকে ফোটে জমজ ফুলের সৌরভ
পাহাড়ি ঢালুর লাজুক আগুন বেয়ে
বৃষ্টির জল নামে পূর্ণতার লাজে
অনুভূতির ছোঁয়া লাগা জলভেজা ঠোঁটে
ভেজা বিকেলের শিশির ভেজা ঘ্রাণে
তোমার মনের গভীরে আবর্তিত স্বপ্ন জাগে
নতুন বিভার সুরে
কটিদেশ ছুঁয়ে বৃষ্টি জলের ধারায়
স্বান ঘরে ফোটে মাতাল যৌবনের ফুল
খুলে যায় বাঁধনের টানে ভরা শরীরের সকল বাঁক।
লজ্জ্বাবতী লাজে ঢেকে যায় বৃষ্টি জলের শব্দে
খাপখোলা তলোয়ারের মতো খুলে যায় যাপিত যৌবন
চাঁদের জোছনা বিভা ছড়ায় শরীরে
স্নান ঘরে জমে থাকা অলক্ত লাজ
ছায়ায় প্রতিচছবিতে
স্বপ্ন আঁকে
পূর্ণতার মোহন সৌন্দর্যে।

চিত্রকল্প

নীরব দৃষ্টির ভাষা মানবিক হলে অন্তকাল কাটানো যায় প্রতীক্ষার প্রহরে
অর্কের সীমানায় মাতোয়ালী রাতে চাঁদ জাগলে
নিঃসঙ্গ পিয়ানোর মতো জেগে থাকো
সাজানো ডয়িংরুমে একা
অনিমেষ জাগে অনিকেত সুখ
উদ্ভুত আঁধার কেটে নিলিপ্ত চাহনিতে প্রশ্ন গুলো ছুঁড়ে দাও
সংরাগ মিলায় বাতাসে
শূন্য চন্দ্রবিন্দুর মতো
বেলা অবেলায় রাত্রিলোকে
তোমার বাগানে কোন স্পর্শে ফোটে অচেনা ফুল।

আরিফ চৌধুরী : কবি ও সাহিত্য সমালোচক।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন