কবিকে করো না ঘৃণা ।। হাফিজ রশিদ খান
কবিকে করো না ঘৃণা
ও কি বাঁচে ভালোবাসা বিনা
ওই চোখে বিশ্ব দেখো
বিশ্ব ছাড়িয়ে স্বর্গের রেণু মেখো
কবি তো মাটির ভ্রূণে শস্যের খবর
পাতায়-পাতায় রূপসী ঘুঘুর কলস্বর
তার শব্দের প্রচণ্ড গুলি
ভেঙে ফেলে দেশ-দুশমনের প্রকাণ্ড খুলি
তার উপমার সুরেলা-সুগন্ধি সুতো ধরে
ফেরেশতারা নামেন ক্ষীরের কলস নিয়ে সুতনু কোমরে
কবিকে পাবে না নিন্দা ও কুসীদে
সে তো মিশে থাকে পার্বণে ও রোজার ঈদে
কবিতে শিশুর হাসি
মিতালি ও প্রণয়ে যিশুর পাশাপাশি
রেগে গেলে ভেঙে ফেলে রম্য বালাখানা
খুশি হলে গ্রামে-গ্রামে বিদ্যালয়
বালক ও বালিকার দুপুরের খানা
সে মানে তো দূর হওয়া জাতীয় সংকট
ঘরে-ঘরে জেগে ওঠা প্রতিভার প্রেক্ষাপট
করতলে তার শুয়ে থাকে ঈশ্বরের অবিনশ্বর শরীর
হৃদয়ের বেণুবনে আসা-যাওয়া তাবতিংসের পরির
কবিকে করো না ঘৃণা
সে তো বাজায় আল্লা’র অলৌকিক বীণা …
(তাবতিংস : বৌদ্ধপুরাণের স্বর্গ)
হাফিজ রশিদ খান: আশিদশকের অনন্য কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।