আবার জমে উঠছে বাতিঘর- পুবাকাশ

আবার জমে উঠছে চট্টগ্রামের বাতিঘর। বইবিপনী বাতিঘর অকরোনা কালে ছিলো চট্টগ্রামের বইপ্রেমী রুচিশীল মানুষের প্রিয় স্থান। বইপড়া, কেনা, সাহিত্য সংস্কৃতি নিয়ে ভাব বিনিময়ে সরগম জায়গা। মহামারি করোনা এসে আমাদের প্রাত্যহিক এমন জীবন তসনস করে দিলে, তার প্রভাব বাতিঘরেও পড়ে। এখন সামাজিক দূরত্ব রেখে,স্বাস্থ্য বিধি মেনে নাগরিক প্রয়োজনে সবাই অফিস আদালত ব্যাবসা বাণিজ্য শুরু করছে । শারীরিক ক্ষুধার পাশাপাশি মনের ক্ষুধারও যোগান চাই। বাতিঘর ইতোমধ্যে এমন পরিবেশে গ্রাহক সুবিধা দিয়ে কুরিয়ার সার্ভিসে তাদের যোগান দিয়ে গেছে। এখন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সরাসরি বই কেনা, পড়া যাচ্ছে বাতিঘরে। আবার জমে উঠছে বাতিঘর, এমন আরও বাতিঘর জমে উঠুক এই নগরে। আমাদের মননের অন্ধকার তাড়াতে আরও চাই আলো,আরও অনেক আলো।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন