কবিতা
রোদের কড়ানড়া
রিজোয়ান মাহমুদ
পুবাকাশ
তোমাকে দাঁড়াতে বলেছি, ঠিকই
দাঁড়ি-কে দাঁড়াতে বলিনি তখন –
বুঝি নাই একটা দাঁড়ির জন্য কেন
আহাজারি, গাড়ি চলিষ্ণু যখন।
রেললাইন ছুটেছে এঁকেবেঁকে পথে
স্লিপার ঘর্ষনে বুঝেছি লোহার কান্না
যন্ত্রণার উপাখ্যান অংশত চিনেছে
পথের বৈষ্ণব – চিনেছে বেদান্ত কন্যা।
জাগিয়েছি শিশুটিকে যে জাগতে চায়
তাকে বাঁধি কোন বাহুড়োরে অনর্থক
দাঁড়ি দিয়ে ঢেউ কি কখনো বাঁধা যায়
স্রোতের বিপক্ষে যাবে কোন সে লুব্ধক।
পাঁজর হাড়ের কান্না কেউ -কেউ বা শোনেন
মরমি মাদুলি ঝুলিয়ে সন্যাসে যান যারা
দেহবতী ঘুম থেকে ওঠে দ্যাখে কথাফুল
সাজানো দুগালে রোদতাপ শুধু কড়ানড়া।
যদি আকাশ নামতে থাকে প্রীতির ঘূর্ণনে
মেঘের ঘুঙুর দিয়ে রচি স্বপ্ন নিজেরই খুনে।
রিজোয়ান মাহমুদ: কবি-প্রাবন্ধিক-সম্পাদক।
কবিতা পড়ে মুগ্ধ হলাম। দারুণ।