কবিতা


দুঃখ বিলাস


সাবিনা পারভীন লীনা


পুবাকাশ


 

পঙ্খীমোড়ার 
মায়ার কাছে
কেন গিয়েছিলে সেদিন, 
তোমার ব্যালকনিতে গুঁজে রাখা
ভাঙাচোরা কবিতাগুলো 
কুয়াশামাখা গোধুলির ভাঁজে
সন্তর্পনে লুকিয়ে রাখতে?

বট পাকুড়ের 
ছায়ার নিচে 
কেন গিয়েছিলে সেদিন, 
তোমার চোখের ধুসর ডাঙায়
স্বপ্নের যে মীন মৃত্যু গুনছে
তার ঠোঁটে নেশা ছড়িয়ে 
আরেকবার বাঁচিয়ে দিতে?

নলিনী ত্রিপুরার কপালের ঘামে
তামাকপোড়া হাসির মিহি রেখায়
কড়ে পড়া আঙ্গুলের খড়খড়ে প্রেমে,
সেদিন রেখে এসেছিলে তুমি, 
রেখে এসেছিলে অব্যক্ত ব্যথার ভার
তোমার নামিদামি যত প্রসাধনী আর
অ্যাকুরিয়ামের ছটফটে সোনালীমাছ
যাকে মানুষ ভালোবেসে নাম দিয়েছে
দু–ঃ–খ–বি–লা–স।


সাবিনা পারভীন লীনা : কবি ও কথাকার।  

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন