কবিতা
হায় হোসেন… হায় হোসেন…
মাঈন উদ্দিন জাহেদ
শোনা যায় বিপ্লবের লাস্যময় স্লোগান;
স্রোতে গা ভাসানো ফাঁপানো যন্ত্র-মন্ত্রণা!
জেগে আছে মহাকাল;
পদ্মা-মেঘনা-যমুনার ঘোলা জলে,
ফোরাতের কালো ছায়া ফেলে-
মাতম তোলে:
হায় হোসেন…
হায় হোসেন…
এ কোন কারবালা বয়ে যায়?
আমাদের ডানে বা’য়;
বিলাপ গীত শুধু শোনা যায়।
সময় লিখেতো শুধু- অহম-মহিমা-বীর সংগীত
যে আঁকে সুন্দর অমিশ্র অনাবিল ভোরেরগীত;
লিখতে চায় না কবি পরাজিতের নির্মম ত্রাহিমা।
মানুষতো শুনতে চায় দ্রোহগান,গীটারে তোমার।
জেগে আছে মহাকাল।
সময়ের রুদ্র নায়ক, ঘুমুবে আরও?
হাওয়ায় দোলে অপুরুষ কাল
হাওয়ায় দোলে দো-চুয়ানী ঝাল
মাতম শুধুই :
হায় হোসেন…
হায় হোসেন…
মাঈন উদ্দিন জাহেদ : কবি ও প্রাবন্ধিক।