অনূদিত ফিলিস্তিনি কবিতা।। আলমগীর মোহাম্মদ।। পুবাকাশ


১.তোমাদের শঠতাপূর্ণ বক্তৃতা বন্ধ করো, আমার মানুষ মরছে। নুর হিন্দি

[নুর হিন্দি: ফিলিস্তিনি আমেরিকান কবি ও রিপোর্টার।]

উপনিবেশিক লেখকেরা ফুলের কথা লিখে ।
আমি তোমাদের বলছি ফিলিস্তিনের শিশুদের কথা যারা ইসরায়েলের ট্যাংকে পাথর ছুঁড়ছে

ডেইজি ফুল ফোটার ঠিক কয়েক সেকেন্ড আগে

আমি সেসব কবিদের অনুসরণ করতে চাই যারা চাঁদের খবর রাখে।

ফিলিস্তিনিরা জেলে থেকে চাঁদ দেখতে পায় না।

চাঁদ খুবই সুন্দর।

ফুলগুলো বেশ সুন্দর।

বিষণ্নতা চেপে বসলে আমি আমার গত হওয়া বাবার জন্য ফুল তুলি।

তিনি সারাদিন আল জাজিরা দেখেন।

আমার ইচ্ছে জেসিকা আমাকে ‘শুভ রমজান’ লেখা বন্ধ করুক।

আমি জানি আমি আমেরিকান কারণ আমি যখন কোন স্থানে যাই সেখানে কিছুর মৃত্যু ঘটে।

মৃত্যু নিয়ে মেটাফোর কবিদের জন্য যারা মনে করে ভুত শব্দের খবর রাখে।

মৃত্যুর পর, আমি শপথ করছি তোমাকে চিরকাল তাড়িয়ে বেড়াব।

একদিন, আমি ফুল নিয়ে লিখব স্বাধীনতা নিয়ে।


২.নরকে।। মূলঃ নাজওয়ান দরবিশ
[ নাজওয়ান দরবিশ (১৯৭৮) তাঁর সময়ের অন্যতম কবি। তাঁর কবিতা প্রায় দশটি ভাষায় অনূদিত হয়েছে এই পর্যন্ত। ]

১. ঊনিশো ত্রিশ দশকে
নাজিরা এটা করেছিলো
ভুক্তভোগীদের গ্যাসের চুল্লীতে ছুঁড়ে ফেলতো
বর্তমানের জল্লাদেরা আরো পেশাদারঃ
তারা গ্যাসের ট্যাংক ছুঁড়ে মারে
ভুক্তভোগীদের উপর।

২.
হে নরক, ২০১০
হে নরক, হে দখলদার, তোমরা এবং তোমাদের সন্তানেরা
এবং পুরো মনুষ্য জাতি নরকে যাবে তোমাদের মতো হলে
নৌকা, বিমান, ব্যাংক এবং বিলবোর্ডগুলো নরকে যাবে
আমি চিৎকার করে বলি, ” হে নরক”
যখন ভালো করে জানতে পারি যে
আমিই একমাত্র
নরকের বাসিন্দা।

৩.
সুতরাং আমাকে শুয়ে থাকতে দাও
এবং
নরকের বালিশে মাথা রেখে বিশ্রাম নিতে দাও।


৩.একজন ফিলিস্তিনি যা বলতে পারেমূলঃ নাওমি শিহাব নয়ি
[নাওমি শিহাব নয়ি (১৯৫২), ফিলিস্তিনি আমেরিকান কবি, উপন্যাসিক ও চিত্রনাট্য লেখক। ]

কি?
তুমি নিজের দেশে স্বস্তিতে নেই,
প্রায় রাতারাতি?
টুকিটাকি জিনিস সব
যার প্রতি তুমি যত্মবান ছিলে,
হয়তো নিশ্চিতভাবে ধরে নেয়া যায়…
তুমি অপমান বোধ
করো, অদৃশ্য?
যেন তোমার অস্তিত্বই নেই সেখানে?
কিন্তু তুমি সেখানে আছ।
যেখানে আগে তুমি অবাধে মিশতে পারতে…
অন্যদের প্রশংসা করতে পারতে
যারা শুধু তোমার মতো নয় …
বিভেদ বাড়তে থাকে শক্তিশালী রুপে।
এটাই ‘নির্বাচিত’ এবং ‘অনির্বাচিতরা’ করবে।
(কেবল নিজের ঘর ও বাগানের দিকে নজর রেখো।
খেয়াল রেখো পুষ্পময় সেই গাছের।)

হ্যাঁ, একটি দেয়াল। আমাদের লোকজন এসেছিল পরবর্তীতে কিন্তু…
যিনি জানান দেন কি বিষণ্নতায় ছেয়ে বসে স্থানটি,
বিশাল এক দেয়াল দিয়ে ঘেরা?
সেটা স্বাভাবিক কোন ছায়া নয়।
আপনার জীবনের উপর চেপে বসা অন্যকিছু।


আলমগীর মোহাম্মদ: শিকক্ষ ,বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, কুমিল্লা।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন