কবিতাগুচ্ছ
আজরার জন্য এলিজি ও অন্যান্য।। বাপ্পা আজিজুল।। পুবাকাশ
১.’আজরার জন্য এলিজি’
ভেবেছিলাম তোমায় নিয়ে প্রেমে র কবিতা
লিখব,
খুটে খুটে দেব ফিলিস্তিনি নারীর অংগ
বর্ণনা;’
করব নিটোল প্রেমের নির্ভেজাল বন্দনা।
না,তা আর হল না। দমে গেল উদ্যম।
হৃদয়ে পৌছল তোমার গগণবিদারী ক্রন্দন।
আজরা,তোমার অবিরত অশ্রু আল্লাহর আরশ
কাঁপায়।
আমার প্রেমের নিকুচি করি,
তোমার চোখ মুছে দেয়ার দু:সাহস আমার নাই।
আমার মায়াকান্না আজ থাক। শিকেয় তুলে
রাখি।
ইসরাঈলী ড্রোন যখন তোমার শরণার্থী
শিবিরকে
মাটিতে মিশিয়ে দেবে সেদিন না হয় আবার
কাঁদব।
কয়েক লাইন এলিজি লিখব,একটি মিছিল;
মুহূর্তখানেক মানব প্রাচীর-নিরবতা।
ব্যস!আমার দায়িত্ব শেষ।
পরপুরুষে পাক্কা প্রেমিক পরিচিতি পাব।
২.আফরাহ সিরিজ-২
পড়াশোনা, ক্যারিয়ার কিছুই আর ভাল্লাগেনা আফরাহ। বুঝতেই তো পারছ, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তারচে এসো, আমরা সংসারে মনোযোগী হই। বেশি বেশি আল্লাহর সৈনিক উৎপাদন করি। দেখবে আমাদের সন্তানেরা সিন্ধু জয় করে বসফরাস বিজয়ী মাহদির অনুগামী হবে। ধবধবে মিনারের মসজিদে যীশুর প্রত্যাবর্তনের সাক্ষী হবে। বৃক্ষের আড়াল থেকে খুঁজে খুঁজে বের করবে অভিশপ্তদের। হ্যাঁ আফরাহ, এসো আমরা সংসারে মনোযোগী হই। আমাদের সন্তানের সংখ্যাধিক্যে রোজ হাশরে পয়গম্বর গর্বিত হবেন।
৩.আফরাহ সিরিজ-৩
আফরাহ, তোমার চোখে তাকালে সৃষ্টিকর্তা আমাদের দিকে অনুগ্রহের দৃষ্টি দেয়। আমি সহসা পবিত্র পরশ অনুভব করি। আমাদের যাপিত সময়ে বরকত হয়। মুহূর্তে দেখে নিতে পারি ভূত-ভবিষ্যত। সদ্য সমাপ্ত নূহের প্লাবন পরবর্তী কচুরিপানার মত বৃদ্ধি পাওয়া মানবসভ্যতা। শান্তির নগরী জেরুসালেমের একচল্লিশবার শ্লীলতাহানি। চোখ ধরে আসে আমার। এর মধ্যে হানা দেয় দাজ্জাল। আমরা জড়াজড়ি করে আল্লাহর আশ্রয় খুঁজি। শয়তানদের লানত করি।
৪.আফরাহ সিরিজ-৪
আমাদের গোপন চিঠিগুলো যত্নে রেখো আফরাহ। শীঘ্রই আমরা বিখ্যাত হব। আমাদের গোপন বর্ণের সংকলন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হবে। আমাদের পত্রোপন্যাসের ভিত্তিতে তৈরি আর্ট ফিল্মটি সেরা কাহিনী ক্যাটাগরিতে অস্কার জিতবে। আমাদের হস্তাক্ষরগুলো সেদিন লুভর কিম্বা ব্রিটিশ মিউজিয়ামে উন্মুক্ত করে দেয়া হবে দুনিয়ার তাবৎ প্রেমিক যুগলদের জন্য। দু’চারটি তার নিলামে তুললে বিলিয়ন ডলার আলবৎ মিলবে। তা দিয়ে ফিলিস্তিন,সিরিয়া,কাশ্মীর, আরাকানের শিশুদের জন্য চ্যারিটি ব্যয় হবে। এক হৃদয়ের বিনিময় হৃদয় ছাড়া আর কি হয়? ইহসানের প্রতিদান তো ইহসানই।
বাপ্পা আজিজুল : কবি ও কথাশিল্পী।