কবিতা।। মা।। করিম রেজা।। পুবাকাশ

খুব সকালে শিশির ভোরে
নামাজ শেষে কোরান খুলে
সুরের মোহে মুখটি আমার
গুজিয়ে দিতাম তোমার কোলে।

তোমার মুখে নাম্তা শেখা
বর্ণমালা হাতের লেখা
পথের আপদ কোথায় বিপদ
আগুন পানির সীমারেখা।

জীবনরেখার ওপার এখন
দেখতে কি পাও আমার ভুবন?
ভালোবাসা যত্নে গড়া
ব্যর্থ নাকি সফল জীবন!

এখন তুমি কেমন আছো মা!

কেমন আছো এখন তুমি
জানতে খুবই ইচ্ছে করে
আত্মা হয়ে আমার ঘরে
রাত-দুপুরে সঙ্গোপনে
দেখতে এসো, এই মিনতি মা!

করিম রেজা : কবি ও গবেষক।

2 মন্তব্য সমুহ

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন