আলাউদ্দিন আলী (১৯৫২-২০২০) জন্য শোক ও শ্রদ্ধা।। পুবাকাশ
১. একবার যদি কেউ ভালোবাসতো
২. যে ছিল দৃষ্টির সীমানায়
৩. প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ
৪. ভালোবাসা যতো বড়ো, জীবন তত বড় নয়
৫. দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়
৬. হয় যদি বদনাম হোক আরও
৭. আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার
৮. সুখে থাকো ও আমার নন্দিনী
৯. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
১০. ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা
১১. যেটুকু সময় তুমি থাকো কাছে
১২. এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়
১৩. সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে
১৪. আমায় গেঁথে দাও না মা গো
১৫. শত জনমের স্বপ্ন, তুমি আমার জীবনে এলে
১৬. কেউ কোনো দিন আমারে তো কথা দিল না
১৭. পারি না ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে
১৮. জন্ম থেকে জ্বলছি মাগো
১৯. কী বা জাদু জানো
২০. হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ
এমন হাজারো কালজয়ী গানের সুরস্রষ্টা কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী চলে গেলেন মায়ার সংসার ছেড়ে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলা গানের ভূবনে আলাউদ্দিন আলী একাধারে সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী।
আলাউদ্দিন আলী আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাঁর সুর করা গানের সংখ্যা ৫ হাজারের বেশি। পুবাকাশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার জন্য শোক ও শ্রদ্ধা জানাচ্ছি।
সম্পাদক @পুবাকাশ