কবিতা
বড্ড ভালবাসি বাসি
সেলিম আকতার পিয়াল
পুবাকাশ
ক্লান্তিতেও একরত্তি হাসি থাকে
বন্ধ ঠোঁটের এককোণে…
জোছনায় মিলিয়ে যায়
আনমনে
বেদনারা আনন্দের গান শোনে
হাওয়ায় হাওয়ায় ইচ্ছেরা
দিনগোনে।
তখনই চাঁদ বলে উঠে
নির্জনে
অন্যের আলোয় সাজাই
নিজেরে ,
আক্ষেপ সুরে বলে চলে
আমার যে আমার বলে
কিছুই নেই
একথা কিন্তু সব্বাই জানে…
হাসি কি আর ধরে রাখা যায়
বলি
ঠিক কথা জানেতো সবাই
সে চিন্তা নাই,
আচ্ছা,
কে আর বলো তোমার মতো
এতো স্নিগ্ধ জোছনা ফোঁটায়
নির্মল আবহে
অবলীলায়…
দেখো…
এরেই সবাই সপ্তসুরে বাঁধে
আপন আপন প্রাণে
একান্তে নিজস্ব মনে,
বড্ড ভালবাসি দু’জন দু’জনে।
সেলিম আকতার পিয়াল: কবি ও সংস্কৃতিকর্মী।
দারুণ