কবিতা


জ্বল জ্বলে ফুল ।। মাসুদুর রহমান মাসুদ ।। পুবাকাশ


সহসায় কাছে এলে জ্বল জ্বলে ফুল। 
সুষমায় ঢেলে দিলে পত্র মুকুল। 

রাগিনীর সুর তুলে চৌম্বক  পাথার। 
হলফনামায় গলে কাবিন স্বীকার। 

ছুঁয়ে  দেখি সাদা চূড়া নদী সমতল। 
নাচে মন চক্ষু তারা ছায়াতরু তল। 

নীলিমার কোল জুড়ে ঝাঁঝালো দুপুর। 
আলোর চমকে পুড়ে আবাদিপুকুর। 

নাভির সাঁকোর নিচে অবাক নূপুর। 
ঝড়ে পড়ে নিঃসংকোচে টাপুর টুপুর।


মাসুদুর রহমান মাসুদ : কবি ও শিক্ষক ।
পীরগঞ্জ ঠাকুরগাও ।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন